ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তাসরিফ খানের বই নিতে বইমেলায় উপচেপড়া ভিড়

গায়ক তাসরিফ খানের বই নিতে বইমেলায় উপচেপড়া ভিড় দেখা দিয়েছে। এবার বইমেলায় কিংবদন্তী পাবলিকেশন থেকে তার বই ‘বাইশের বন্যা’, যা ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত হয়।

সরেজমিনে দেখা যায় তিনি স্টলে প্রবেশ করার আগেই স্টল ঘিরে ভিড় করতে থাকেন পাঠক ও ভক্তরা। তাসরিফ খান স্টলে প্রবেশ করতেই সবাই উল্লাসে ফেটে পড়েন। তাসরিফ খানের নাম ধরে স্লোগান দেন।

পাঠকের ভিড় ঠেকাতে হিমশিম খান স্টলের কর্মীরা। ভক্তদের শান্ত করতে চেষ্টা করেন তাসরিফ খানও। এরই মাঝে চলতে থাকে বই বিক্রি, অটোগ্রাফ এবং ফটোগ্রাফ।

ভক্তদের আব্দার মেটাতে সেলফিও তুলতে হয় তাকে। ভক্তদের উদ্দেশ্যে তাসরিফ খান বলেন, ‘আপনারা শান্ত হোন। ধীরে ধীরে আসুন। বই সংগ্রহ করুন। আপনাদের ভালোবাসাই আমার প্রাণ। সবাই একটু টাইম মেনটেন করুন। তাহলে সবাই বই নিতে পারবেন।’

স্টলকর্মী ও লেখক অনামিকা সরকার বলেন, ‘পাঠকের উল্লাস ও ভিড় ঠেকাতে আমরা হিমশিম খাচ্ছি। তারকা লেখকদের পেলে পাঠকরা বরাবরই এমন করেন। এসব ম্যানেজ করেই কাজ করতে হয়।’

মেলায় দায়িত্বরত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাসরিফ খানকে স্টল থেকে সরিয়ে নেন।

প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাসরিফ খানকে ফায়ার সার্ভিসের স্টলে নিয়ে যাওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশ সাংবাদিকসহ আহত ৫০

তাসরিফ খানের বই নিতে বইমেলায় উপচেপড়া ভিড়

আপডেট সময় ১২:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪

গায়ক তাসরিফ খানের বই নিতে বইমেলায় উপচেপড়া ভিড় দেখা দিয়েছে। এবার বইমেলায় কিংবদন্তী পাবলিকেশন থেকে তার বই ‘বাইশের বন্যা’, যা ২০২৪ সালের বইমেলায় প্রকাশিত হয়।

সরেজমিনে দেখা যায় তিনি স্টলে প্রবেশ করার আগেই স্টল ঘিরে ভিড় করতে থাকেন পাঠক ও ভক্তরা। তাসরিফ খান স্টলে প্রবেশ করতেই সবাই উল্লাসে ফেটে পড়েন। তাসরিফ খানের নাম ধরে স্লোগান দেন।

পাঠকের ভিড় ঠেকাতে হিমশিম খান স্টলের কর্মীরা। ভক্তদের শান্ত করতে চেষ্টা করেন তাসরিফ খানও। এরই মাঝে চলতে থাকে বই বিক্রি, অটোগ্রাফ এবং ফটোগ্রাফ।

ভক্তদের আব্দার মেটাতে সেলফিও তুলতে হয় তাকে। ভক্তদের উদ্দেশ্যে তাসরিফ খান বলেন, ‘আপনারা শান্ত হোন। ধীরে ধীরে আসুন। বই সংগ্রহ করুন। আপনাদের ভালোবাসাই আমার প্রাণ। সবাই একটু টাইম মেনটেন করুন। তাহলে সবাই বই নিতে পারবেন।’

স্টলকর্মী ও লেখক অনামিকা সরকার বলেন, ‘পাঠকের উল্লাস ও ভিড় ঠেকাতে আমরা হিমশিম খাচ্ছি। তারকা লেখকদের পেলে পাঠকরা বরাবরই এমন করেন। এসব ম্যানেজ করেই কাজ করতে হয়।’

মেলায় দায়িত্বরত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাসরিফ খানকে স্টল থেকে সরিয়ে নেন।

প্রকাশক অঞ্জন হাসান পবন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাসরিফ খানকে ফায়ার সার্ভিসের স্টলে নিয়ে যাওয়া হয়েছে।