ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, পুলিশ কর্মকর্তার মৃত্যু

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
  • 89

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, পুলিশ কর্মকর্তার মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনিরুজ্জামান (৪৮) নামে পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত মনিরুজ্জামান ময়মনসিংহের সদর কোতোয়ালি মডেল থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শেরপুর সদর উপজেলার দুবার চর গ্রামের দক্ষিণ নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মাইন উদ্দিন বলেন, এসআই মনিরুজ্জামান মামলার সাক্ষ্য দিতে নারায়ণগঞ্জে যান। সেখান থেকে মাইক্রোবাসে ময়মনসিংহে ফিরছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মনিজ্জামান ও গাড়ির চালক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

মো. মাইন উদ্দিন আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে আরও বিস্তারিত বলা যাবে।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বেড়ে নিহতের সংখ্যা এখন ২০৪

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, পুলিশ কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ১০:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনিরুজ্জামান (৪৮) নামে পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত মনিরুজ্জামান ময়মনসিংহের সদর কোতোয়ালি মডেল থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি শেরপুর সদর উপজেলার দুবার চর গ্রামের দক্ষিণ নামাপাড়া এলাকার মজিবুর রহমানের ছেলে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মাইন উদ্দিন বলেন, এসআই মনিরুজ্জামান মামলার সাক্ষ্য দিতে নারায়ণগঞ্জে যান। সেখান থেকে মাইক্রোবাসে ময়মনসিংহে ফিরছিলেন। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মনিজ্জামান ও গাড়ির চালক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

মো. মাইন উদ্দিন আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে আরও বিস্তারিত বলা যাবে।