ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে, অতএব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে: জামায়াত নেতা এড. মাহফুজুল হক Logo হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল:নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, দাবি নেতাদের Logo রোমাঞ্চের ম্যাচ: ২০৩ রানের পেছনে ছুটে শ্রীলঙ্কার লড়াই, শেষে সুপার ওভারে হার Logo শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে আমীরে জামায়াতের শুভেচ্ছা Logo বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের Logo মারা গেলেন সাতক্ষীরায় গণঅভ্যুত্থানে কারাবরণকারী ছাত্রদল নেতা সাজিদ Logo মুন্সিগঞ্জে প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, রাগে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী Logo গকসু নির্বাচন: ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি Logo ‘পিআর ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিক মহলেও হবে প্রশ্নবিদ্ধ’ Logo জুলাই সনদের ভিত্তিতে ছাড়া কোনো নির্বাচন হবে না: অধ্যাপক আবুল হাশেম

জিরোনাকে উড়িয়ে দিয়ে পার্থক্য বোঝাল রিয়াল মাদ্রিদ

তিন মাসের বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছিলো জিরোনা। একের পর এক ম্যাচ জিতে নিয়ে রিয়ালের সঙ্গে টক্কর দিচ্ছিল শিরোপা-লড়াইয়ে।

সেই জিরোনাকে আজ মুখোমুখি লড়াইয়ে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর নৈপুণ্যে জিরোনাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল।

এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে পাঁচ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল। ২৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬১, জিরোনার ৫৬।

লিগে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার হারল জিরোনা। প্রথম হারটিও ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এরপর লা লিগায় টানা ১৫ ম্যাচ অপরাজিত থেকেছে চতুর্থবার লিগে খেলা কাতালুনিয়ার ক্লাবটি।

জিরোনার অপরাজেয়-ধারা থেমেছে খুব বাজেভাবে। টাচলাইন নিষেধাজ্ঞায় কোচ মিকেল ডাগআউটে ছিলেন না। দলও খেলেছে ছন্নছাড়া। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে এগিয়ে বল জালে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র। ৩৫ মিনিটে ভিনিসিয়ুসের সহায়তায় ব্যবধান ২-০ করেন বেলিংহাম। এটি ছিল লিগে তার ১৪তম গোল। একুশ শতকে রিয়ালের হয়ে কোনো মিডফিল্ডারের এক মৌসুমে সর্বোচ্চ গোল এটি।

বেলিংহাম অবশ্য এক গোলেই থামেননি। বিরতির পর ৫৪ মিনিটে ভিনিসিয়ুসেরই আরেকটি অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার।

ভিনিসিয়ুস তার অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন ৬৪ মিনিটে রদ্রিগোকে বল বাড়িয়ে, যা সফলভাবে জালে জড়ান এই ব্রাজিলিয়ান।

২৪ রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ, পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে জিরোনা। এক ম্যাচ করে কম খেলে ৫০ পয়েন্ট তিনে বার্সেলোনা, ৪৮ পয়েন্টে চারে আতলেতিকো মাদ্রিদ।

৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে, অতএব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে: জামায়াত নেতা এড. মাহফুজুল হক

জিরোনাকে উড়িয়ে দিয়ে পার্থক্য বোঝাল রিয়াল মাদ্রিদ

আপডেট সময় ০১:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

তিন মাসের বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছিলো জিরোনা। একের পর এক ম্যাচ জিতে নিয়ে রিয়ালের সঙ্গে টক্কর দিচ্ছিল শিরোপা-লড়াইয়ে।

সেই জিরোনাকে আজ মুখোমুখি লড়াইয়ে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে জুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর নৈপুণ্যে জিরোনাকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল।

এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে পাঁচ পয়েন্ট ব্যবধানে এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল। ২৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৬১, জিরোনার ৫৬।

লিগে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার হারল জিরোনা। প্রথম হারটিও ছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। এরপর লা লিগায় টানা ১৫ ম্যাচ অপরাজিত থেকেছে চতুর্থবার লিগে খেলা কাতালুনিয়ার ক্লাবটি।

জিরোনার অপরাজেয়-ধারা থেমেছে খুব বাজেভাবে। টাচলাইন নিষেধাজ্ঞায় কোচ মিকেল ডাগআউটে ছিলেন না। দলও খেলেছে ছন্নছাড়া। ম্যাচের ষষ্ঠ মিনিটেই বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে এগিয়ে বল জালে জড়ান ভিনিসিয়ুস জুনিয়র। ৩৫ মিনিটে ভিনিসিয়ুসের সহায়তায় ব্যবধান ২-০ করেন বেলিংহাম। এটি ছিল লিগে তার ১৪তম গোল। একুশ শতকে রিয়ালের হয়ে কোনো মিডফিল্ডারের এক মৌসুমে সর্বোচ্চ গোল এটি।

বেলিংহাম অবশ্য এক গোলেই থামেননি। বিরতির পর ৫৪ মিনিটে ভিনিসিয়ুসেরই আরেকটি অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার।

ভিনিসিয়ুস তার অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন ৬৪ মিনিটে রদ্রিগোকে বল বাড়িয়ে, যা সফলভাবে জালে জড়ান এই ব্রাজিলিয়ান।

২৪ রাউন্ড শেষে ৬১ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ, পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে জিরোনা। এক ম্যাচ করে কম খেলে ৫০ পয়েন্ট তিনে বার্সেলোনা, ৪৮ পয়েন্টে চারে আতলেতিকো মাদ্রিদ।