পাকিস্তানের কারাবন্দি নেতা ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীরা সরকার গঠনের পরিকল্পনা করছেন। ইমরান খানের একজন সিনিয়র সহকারী শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না হলে সমর্থকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করবে।
বৃহস্পতিবার পাকিস্তানি ভোটাররা সাধারণ নির্বাচনে ভোট দিয়েছে। নির্বাচন শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও পাকিস্তানের নির্বাচন কমিশন এখনও পূর্ণাঙ্গ ফল প্রকাশ করেনি। তবে বেসরকারিভাবে এবং বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানের দল পিটিআইয়ের সমর্থিত প্রার্থীরা ১০০ আসনে জয় পেয়েছে।
অপরদিকে আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল পেয়েছে ৭৩ আসন। দুই দলই নিজেকে বিজয়ী দাবি করায় পরবর্তী সরকার গঠন কে করবে তা নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। পিটিআইয়ের চেয়ারম্যান গোহর খান, পাকিস্তানের ‘সব প্রতিষ্ঠানকে’ তার দলের বিজয়কে সম্মান করার আহ্বান জানিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার রাতের মধ্যে ভোটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা না হলে দলটি রোববার সারাদেশে নির্বাচন কমিশনের অফিসের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ করবে।