ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন Logo গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট Logo ঢাকা কলেজে অনুষ্ঠিত হলো বেসিক মানবাধিকার বিষয়ক কর্মশালা Logo ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ৬ নির্দেশনা Logo আমীরে জামায়াতের  হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি Logo শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ Logo আওয়ামি সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন Logo জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি আগামীকাল Logo রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক চুক্তি কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি কৃষক

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • 232

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি কৃষক

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আনোয়ারুল ইসলাম নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকায় তিনি আহত হন। তিনি ওই এলাকার বাসিন্দা।

আহত আনোয়ারুলকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তার পরিবারের এক নারী সদস্য বলেন, আনোয়ারুল ইসলাম সকালে ধানক্ষেতে কাজ করতে যান। সেখানে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে তিনি মাটিতে বসে পড়েন। এ সময় গুলি এসে তার গায়ে লাগে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, আনোয়ারুল ইসলামের গায়ে গুলি লাগার খবর পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে থাকা নুরুল আমিন বলেন, ‘দিনে একটু স্বস্তিতে থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিয়ানমারের ছোড়া মর্টারশেল ও গুলির শব্দে মনে হয় যেন মাটি দেবে যাচ্ছে। এই আতঙ্কে এলাকার মানুষের চোখে ঘুম নেই।

তিনি বলেন, সীমান্ত দিয়ে ঢুকে পড়া মিয়ানমার সেনাবাহিনীর কিছু লোককে স্থানীয়রা ইউনিয়ন পরিষদে নিয়ে এসেছে। এখানে পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলছেন। বেশ কয়েক দিন ধরে মিয়ানমারে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের যুদ্ধ চলছে। তাদের ছোড়া গোলাগুলি বাংলাদেশে এসে পড়ছে।

জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত বাংলাদেশি কৃষক

আপডেট সময় ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আনোয়ারুল ইসলাম নামে এক কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল এলাকায় তিনি আহত হন। তিনি ওই এলাকার বাসিন্দা।

আহত আনোয়ারুলকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তার পরিবারের এক নারী সদস্য বলেন, আনোয়ারুল ইসলাম সকালে ধানক্ষেতে কাজ করতে যান। সেখানে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে তিনি মাটিতে বসে পড়েন। এ সময় গুলি এসে তার গায়ে লাগে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, আনোয়ারুল ইসলামের গায়ে গুলি লাগার খবর পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশের দায়িত্বে থাকা নুরুল আমিন বলেন, ‘দিনে একটু স্বস্তিতে থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিয়ানমারের ছোড়া মর্টারশেল ও গুলির শব্দে মনে হয় যেন মাটি দেবে যাচ্ছে। এই আতঙ্কে এলাকার মানুষের চোখে ঘুম নেই।

তিনি বলেন, সীমান্ত দিয়ে ঢুকে পড়া মিয়ানমার সেনাবাহিনীর কিছু লোককে স্থানীয়রা ইউনিয়ন পরিষদে নিয়ে এসেছে। এখানে পুলিশ এসে তাদের সঙ্গে কথা বলছেন। বেশ কয়েক দিন ধরে মিয়ানমারে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের যুদ্ধ চলছে। তাদের ছোড়া গোলাগুলি বাংলাদেশে এসে পড়ছে।