ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:২০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪
  • 183

বিমানবন্দররে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে সাড়ে ৩ কেজি ওজনের ২৮টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।আটক যাত্রীর নাম এম মাসুদ ইমাম। দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকেএস৮৪) যাত্রী ছিলেন তিনি। শনিবার (৩ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ হাজার ৪৯৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণবার কাস্টম হাউস শুল্ক গুদামে জমা দেওয়া হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে অসন্তোষ কলকাতাতেও

বিমানবন্দরে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ আটক ১

আপডেট সময় ১১:২০:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে সাড়ে ৩ কেজি ওজনের ২৮টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।আটক যাত্রীর নাম এম মাসুদ ইমাম। দুবাই থেকে ছেড়ে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকেএস৮৪) যাত্রী ছিলেন তিনি। শনিবার (৩ ফেব্রুয়ারি) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাসুদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোট উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ হাজার ৪৯৮ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণবার কাস্টম হাউস শুল্ক গুদামে জমা দেওয়া হচ্ছে।