ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রোনালদোর আল নাসরের কাছে বিধ্বস্ত মেসির মায়ামি

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১২:০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • 138

রোনালদোর আল নাসরের কাছে বিধ্বস্ত মেসির মায়ামি

এই ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিলেন দুজন, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দুজনের দ্বৈরথ দেখা হলো না দর্শকদের। রোনালদোর না খেলা নিশ্চিত ছিল আগে থেকেই। আর লিওনেল মেসিকে নামানো হলো ম্যাচের শেষ দিকে, যখন আল নাসরের সঙ্গে মায়ামির ব্যবধান ৬-০!

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপের ম্যাচে মেজর সকার লিগের দল মায়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। দলটির হয়ে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকা। দর্শনীয় একটি গোল করেন ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার এমেরিক লাপোর্তে।

ম্যাচের শুরু থেকেই নিজেদের মাঠে আধিপত্য দেখাতে থাকে নাসর। মেসিকে বেঞ্চে রেখে খেলতে নামা মায়ামির জালে প্রথম ১২ মিনিটের মধ্যেই তিনবার বল পাঠায় দলটি। ম্যাচের তৃতীয় মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ওতাভিও দলকে এগিয়ে নেওয়ার পর দশম মিনিটে ব্যবধান বাড়ান তালিসকা।

দ্বাদশ মিনিটে ব্যবধান ৩-০ করেন লাপোর্তে। নিজেদের অর্ধে ফ্রি-কিক পায় আল নাসর। কি বুঝে মায়ামির গোলরক্ষক বক্স ছেড়ে সামনে এগিয়ে আসেন। সুযোগ বুঝে উঁচু করে বাঁ পায়ে শট নেন লাপোর্তে। বল উড়ে গিয়ে আশ্রয় নেয় জালে। পেছনে দৌড়ে এসেও বলের নাগাল পাননি মায়ামি গোলরক্ষক।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও প্রভাব বিস্তার করে খেলতে থাকে আল নাসর। তাতে ধাপে ধাপে আরও তিন গোল আদায় করে নেয় তারা। ৫১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তালিসকা। ৬৮তম মিনিটে স্কোরলাইন ৫-০ করে ফেলেন সৌদি আরবের ফরোয়ার্ড মোহামেদ মারান। ৭৩তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তালিসকা।

ম্যাচে ৮৩তম মিনিটে লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে নামানো হয় মেসিকে। তিন মিনিট পর বাঁ পায়ে গোলের জন্য একটি শট নেন বিশ্বকাপজয়ী তারকা, তবে আটকে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। এটুকুই। এরপর বড় হারের হতাশায় মাঠ ছাড়ে মায়ামি।

জনপ্রিয় সংবাদ

নাটোরে স্কুলছাত্রী হত্যা মামলায় ৩ আসামির ৪৪ বছরের কারাদণ্ড

রোনালদোর আল নাসরের কাছে বিধ্বস্ত মেসির মায়ামি

আপডেট সময় ১২:০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪

এই ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিলেন দুজন, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দুজনের দ্বৈরথ দেখা হলো না দর্শকদের। রোনালদোর না খেলা নিশ্চিত ছিল আগে থেকেই। আর লিওনেল মেসিকে নামানো হলো ম্যাচের শেষ দিকে, যখন আল নাসরের সঙ্গে মায়ামির ব্যবধান ৬-০!

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রিয়াদ সিজন কাপের ম্যাচে মেজর সকার লিগের দল মায়ামিকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। দলটির হয়ে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আন্দেরসন তালিসকা। দর্শনীয় একটি গোল করেন ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার এমেরিক লাপোর্তে।

ম্যাচের শুরু থেকেই নিজেদের মাঠে আধিপত্য দেখাতে থাকে নাসর। মেসিকে বেঞ্চে রেখে খেলতে নামা মায়ামির জালে প্রথম ১২ মিনিটের মধ্যেই তিনবার বল পাঠায় দলটি। ম্যাচের তৃতীয় মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার ওতাভিও দলকে এগিয়ে নেওয়ার পর দশম মিনিটে ব্যবধান বাড়ান তালিসকা।

দ্বাদশ মিনিটে ব্যবধান ৩-০ করেন লাপোর্তে। নিজেদের অর্ধে ফ্রি-কিক পায় আল নাসর। কি বুঝে মায়ামির গোলরক্ষক বক্স ছেড়ে সামনে এগিয়ে আসেন। সুযোগ বুঝে উঁচু করে বাঁ পায়ে শট নেন লাপোর্তে। বল উড়ে গিয়ে আশ্রয় নেয় জালে। পেছনে দৌড়ে এসেও বলের নাগাল পাননি মায়ামি গোলরক্ষক।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও প্রভাব বিস্তার করে খেলতে থাকে আল নাসর। তাতে ধাপে ধাপে আরও তিন গোল আদায় করে নেয় তারা। ৫১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তালিসকা। ৬৮তম মিনিটে স্কোরলাইন ৫-০ করে ফেলেন সৌদি আরবের ফরোয়ার্ড মোহামেদ মারান। ৭৩তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তালিসকা।

ম্যাচে ৮৩তম মিনিটে লিওনার্দো কাম্পানার বদলি হিসেবে নামানো হয় মেসিকে। তিন মিনিট পর বাঁ পায়ে গোলের জন্য একটি শট নেন বিশ্বকাপজয়ী তারকা, তবে আটকে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। এটুকুই। এরপর বড় হারের হতাশায় মাঠ ছাড়ে মায়ামি।