ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে জ্ঞানবাপী মসজিদের নিচে পূজা শুরু হিন্দুদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • 205

ভারতের উত্তর প্রদেশের বারানসিতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা শুরু হয়েছে। স্থানীয় আদালত পূজা করার জন্য বারানসির এই মসজিদের প্রাঙ্গণটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়ার পর এক হিন্দু পুরোহিতের পরিবারের সদস্যরা সেখানে পূজা শুরু করে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল এক জেলা আদালত প্রশাসনকে মসজিদের প্রাঙ্গণটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়ার পরে এক হিন্দু পুরোহিতের পরিবারের সদস্যরা বারানসির জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পূজা শুরু করেছেন। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পরপরই উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের নির্দেশে ৩০ বছর আগে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

এর আগে বারানসির জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার অনুমতি দেয় সেখানকার একটি আদালত। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে বারানসির আদালত হিন্দুদের এক পিটিশনের শুনানি শেষে মসজিদের বেসমেন্টে পূজা করার অনুমতি দিয়ে রায় ঘোষণা করে।

এনডিটিভি বলছে, কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশে অবস্থিত মসজিদের নিকটবর্তী এই এলাকাটিতে গত রাতে উন্মত্ত কার্যকলাপ হতে দেখা গেছে। এসময় হিন্দু ভক্তরা ‘ব্যাস কা তেহকানা’ নামে মসজিদের বেসমেন্টের সেলারে পূজা করতে মসজিদে পৌঁছাতে শুরু করে। রাষ্ট্রীয় হিন্দু দল নামে একটি হিন্দু সংগঠনের সদস্যদের মসজিদের কাছে একটি সাইনেজে ‘মন্দির’ শব্দটি লাগাতে দেখা গেছে।

মসজিদটির বেসমেন্টে চারটি সেলার রয়েছে। তাদের মধ্যে একটি সেলার পুরোহিতদের একটি পরিবারের দখলে ছিল। তারা সেখানে বাস করত। সোমনাথ ব্যাস নামে ব্যাস পরিবারের একজন সদস্য ১৯৯৩ সালে এটি বন্ধ করে দেওয়ার আগে সেলারে পূজা করেছিলেন।

সেই পরিবারের সদস্য শৈলেন্দ্র পাঠক আদালতে আবেদন জানান, বংশগত পুরোহিত হিসাবে তাদের এই কাঠামোতে প্রবেশ করতে এবং সেখানে পূজা করার অনুমতি দেওয়া উচিত। এরপর আদালত গতকাল জেলা প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে সেলারের ভেতরে যেন পূজা অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে বলেন।

মসজিদ কমিটি জানিয়েছে, তারা এলাহাবাদ হাইকোর্টে আদালতের আদেশকে চ্যালেঞ্জ করবে। তাদের কৌঁসুলি মেরাজউদ্দিন সিদ্দিকী বলেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এটা ঘটছে। বাবরি মসজিদের ঘটনায় যা করা হয়েছিল, এখানেও একই পন্থা অবলম্বন করা হচ্ছে।’

এর আগে, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) মসজিদটিতে আদালতে নির্দেশ জরিপ পরিচালনা করে। পরে সেখানে হিন্দু দেবতার মূর্তির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানায় এএসআই। দেশটির এই জরিপসংস্থার প্রতিবেদনে মসজিদটির কাঠামোর কিছু অংশে মন্দিরের স্তম্ভ ব্যবহার করা হয়েছিল বলে দাবি করা হয়।

এর মধ্যে উত্তর প্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড ১৯৯১ সালে দায়ের হওয়া মামলার কার্যক্রম বারানসির কোর্ট পরিচালনা করতে পারে কি না, সেই বিষয়েও চ্যালেঞ্জ জানিয়েছিল। হাইকোর্ট মসজিদ কমিটির সব পিটিশনের শুনানি শেষে খারিজ করে দিয়েছে।

চট্টগ্রামে চাঁদাবাজির প্রতিবাদ করায় ব্যবসায়ী খুন

ভারতে জ্ঞানবাপী মসজিদের নিচে পূজা শুরু হিন্দুদের

আপডেট সময় ০১:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

ভারতের উত্তর প্রদেশের বারানসিতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা শুরু হয়েছে। স্থানীয় আদালত পূজা করার জন্য বারানসির এই মসজিদের প্রাঙ্গণটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়ার পর এক হিন্দু পুরোহিতের পরিবারের সদস্যরা সেখানে পূজা শুরু করে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল এক জেলা আদালত প্রশাসনকে মসজিদের প্রাঙ্গণটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়ার পরে এক হিন্দু পুরোহিতের পরিবারের সদস্যরা বারানসির জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে পূজা শুরু করেছেন। ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পরপরই উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের নির্দেশে ৩০ বছর আগে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

এর আগে বারানসির জ্ঞানবাপী মসজিদের বেসমেন্টে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার অনুমতি দেয় সেখানকার একটি আদালত। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে বারানসির আদালত হিন্দুদের এক পিটিশনের শুনানি শেষে মসজিদের বেসমেন্টে পূজা করার অনুমতি দিয়ে রায় ঘোষণা করে।

এনডিটিভি বলছে, কাশী বিশ্বনাথ মন্দিরের ঠিক পাশে অবস্থিত মসজিদের নিকটবর্তী এই এলাকাটিতে গত রাতে উন্মত্ত কার্যকলাপ হতে দেখা গেছে। এসময় হিন্দু ভক্তরা ‘ব্যাস কা তেহকানা’ নামে মসজিদের বেসমেন্টের সেলারে পূজা করতে মসজিদে পৌঁছাতে শুরু করে। রাষ্ট্রীয় হিন্দু দল নামে একটি হিন্দু সংগঠনের সদস্যদের মসজিদের কাছে একটি সাইনেজে ‘মন্দির’ শব্দটি লাগাতে দেখা গেছে।

মসজিদটির বেসমেন্টে চারটি সেলার রয়েছে। তাদের মধ্যে একটি সেলার পুরোহিতদের একটি পরিবারের দখলে ছিল। তারা সেখানে বাস করত। সোমনাথ ব্যাস নামে ব্যাস পরিবারের একজন সদস্য ১৯৯৩ সালে এটি বন্ধ করে দেওয়ার আগে সেলারে পূজা করেছিলেন।

সেই পরিবারের সদস্য শৈলেন্দ্র পাঠক আদালতে আবেদন জানান, বংশগত পুরোহিত হিসাবে তাদের এই কাঠামোতে প্রবেশ করতে এবং সেখানে পূজা করার অনুমতি দেওয়া উচিত। এরপর আদালত গতকাল জেলা প্রশাসনকে এক সপ্তাহের মধ্যে সেলারের ভেতরে যেন পূজা অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে বলেন।

মসজিদ কমিটি জানিয়েছে, তারা এলাহাবাদ হাইকোর্টে আদালতের আদেশকে চ্যালেঞ্জ করবে। তাদের কৌঁসুলি মেরাজউদ্দিন সিদ্দিকী বলেন, ‘রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এটা ঘটছে। বাবরি মসজিদের ঘটনায় যা করা হয়েছিল, এখানেও একই পন্থা অবলম্বন করা হচ্ছে।’

এর আগে, ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) মসজিদটিতে আদালতে নির্দেশ জরিপ পরিচালনা করে। পরে সেখানে হিন্দু দেবতার মূর্তির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানায় এএসআই। দেশটির এই জরিপসংস্থার প্রতিবেদনে মসজিদটির কাঠামোর কিছু অংশে মন্দিরের স্তম্ভ ব্যবহার করা হয়েছিল বলে দাবি করা হয়।

এর মধ্যে উত্তর প্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড ১৯৯১ সালে দায়ের হওয়া মামলার কার্যক্রম বারানসির কোর্ট পরিচালনা করতে পারে কি না, সেই বিষয়েও চ্যালেঞ্জ জানিয়েছিল। হাইকোর্ট মসজিদ কমিটির সব পিটিশনের শুনানি শেষে খারিজ করে দিয়েছে।