ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লালমনিরহাট সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

পাটগ্রামে সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক রবিউল ইসলাম ওরফে টুকলুর (৩৩) লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

রোববার (২৮ জানুয়ারী) রাত ১২টার দিকে দহগ্রামের তিনবিঘা করিডোর গেটে ভারতের পুলিশ পাটগ্রাম থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে। রবিউল উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

গতকাল ভোরে সীমান্তে আঙ্গরপোতা গ্রামের ওপারে ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার আমলাবাড়ি গ্রামে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম নিহত হন।

পাটগ্রাম থানার উপপরিদর্শক রমজান আলী বলেন, বিএসএফের হাতে নিহত বাংলাদেশি যুবক রবিউল ইসলামের লাশ গ্রহণ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ও সীমান্তের বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল ভোরে উপজেলার আঙ্গরপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশি চোরাকারবারির একটি দল মালামাল আনতে ভারতের আমলাবাড়ি গ্রামে যায়।

পরে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় চিনি ও গরু নিয়ে ফিরে আসার সময় বিএসএফের টহল দলের সদস্যেরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রবিউল ইসলাম নিহত হন। পরে বিএসএফ সদস্যেরা লাশটি তাঁদের ক্যাম্পে নিয়ে যান।

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে আজহারির মাহফিলে চুরি, ২২ নারী আটক

লালমনিরহাট সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

আপডেট সময় ০২:৪০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক রবিউল ইসলাম ওরফে টুকলুর (৩৩) লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

রোববার (২৮ জানুয়ারী) রাত ১২টার দিকে দহগ্রামের তিনবিঘা করিডোর গেটে ভারতের পুলিশ পাটগ্রাম থানা পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে। রবিউল উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের আফজাল হোসেনের ছেলে।

গতকাল ভোরে সীমান্তে আঙ্গরপোতা গ্রামের ওপারে ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার আমলাবাড়ি গ্রামে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম নিহত হন।

পাটগ্রাম থানার উপপরিদর্শক রমজান আলী বলেন, বিএসএফের হাতে নিহত বাংলাদেশি যুবক রবিউল ইসলামের লাশ গ্রহণ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ও সীমান্তের বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল ভোরে উপজেলার আঙ্গরপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশি চোরাকারবারির একটি দল মালামাল আনতে ভারতের আমলাবাড়ি গ্রামে যায়।

পরে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় চিনি ও গরু নিয়ে ফিরে আসার সময় বিএসএফের টহল দলের সদস্যেরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রবিউল ইসলাম নিহত হন। পরে বিএসএফ সদস্যেরা লাশটি তাঁদের ক্যাম্পে নিয়ে যান।