মুন্সীগঞ্জে বিএনপি ঘোষিত প্রার্থী মোঃ কামরুজ্জামান রতনের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন নারী সমাজ। একই সঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবিও জানান তারা।
সোমবার বিকেলে শহরের সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারী নেত্রী ও কর্মীরা সমাবেশস্থলে জড়ো হন।
সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার মধ্যেও ঘোষিত মনোনয়ন তালিকা তৃণমূলকে হতাশ ও বিব্রত করেছে। তাদের অভিযোগ—দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে তিনটি মানদণ্ড (আন্দোলনে ভূমিকা, তৃণমূলের সক্রিয় সম্পৃক্ততা ও জনপ্রিয়তা) ঘোষণা করেছিলেন, তা মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে অনুসরণ করা হয়নি।
বক্তারা আরও জানান, দীর্ঘদিন ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা মোঃ মহিউদ্দিন তৃণমূলের আস্থা ও প্রত্যাশার প্রতীক। অন্যদিকে ঘোষিত প্রার্থী কামরুজ্জামান রতনকে মাঠের গুরুত্বপূর্ণ আন্দোলন বা কর্মসূচিতে দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।
তৃণমূলের দাবিতে বলা হয়, “ধানের শীষের ঐতিহ্য রক্ষায়, আন্দোলনের মূল্যায়নে এবং ভোটের মাঠের বাস্তবতায় ধানের শীষের মনোনয়ন পুনর্বিবেচনা করে মোঃ মহিউদ্দিনকে প্রার্থী করা এখন সময়ের দাবি।”







