আমিরুলের ৫ গোলে ওমানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

Post Image

যুব এশিয়া কাপ হকির স্থান নির্ধারণী ম্যাচে গোল বন্যার জয় পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ ওমানকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছেন আমিরুল ইসলাম-রাকিবুল হাসানরা।

প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন আমিরুল, রাকিবুল। জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ সাজু।

অন্য গোলটি ওবায়দুল হাসানের।

যুব বিশ্বকাপে স্বপ্নের সময় কাটাচ্ছেন আমিরুল। ভারতে হতে যাওয়া জুনিয়র বিশ্বকাপে তিনটি হ্যাটট্রিক পেয়েছেন তিনি। আজ তো একাই ৫ গোল করেছেন।

১৭ থেকে ২৫ স্থান নির্ধারণীর প্রথম ম্যাচে বাংলাদেশের গোলোৎসবের শুরুটাও করেন আমিরুল।

ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে তিন গোল দেয় বাংলাদেশ। তিনটিই করেন আমিরুল। তিনটিই আবার পেনাল্টি থেকে।

দ্বিতীয় কোয়ার্টার শুরু করেন আরেক হ্যাটট্রিককারী রাকিবুল। এই কোয়ার্টারে জোড়া গোল করেন তিনি।

ওমান ৫-০ ব্যবধানে পিছিয়ে থেকে ম্যাচে ফেরার বিপরীতে তৃতীয় কোয়ার্টারে আরো ৩ গোল হজম করে। গোল তিনটি করেন—আবদুল্লাহ, আমিরুল ও ওবায়দুল।

চতুর্থ ও শেষ কোয়ার্টারে আরো পাত্তা পায়না ওমান।

কেননা শেষ ১৫ মিনিটে সর্বোচ্চ ৫ গোল হজম করে তারা। এই কোয়ার্টারে হ্যাটট্রিক পূর্ণ করেন রাকিবুল। তার মতো একটি করে গোল করেন আমিরুল, আবদুল্লাহ। আর জোড়া গোল করেন সাজু। বাংলাদেশের হয়ে ৫ গোল করে ম্যাচসেরা হয়েছেন আমিরুল। 

সর্বশেষ খবর

রোকেয়া পদক পেলেন নারী দলের ফুটবলার ঋতুপর্ণা

ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত

টিভিতে যে খেলা দেখবেন আজ

আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব

টিভিতে যে খেলা দেখবেন আজ

ভিডিও বার্তায় সমর্থকদের কাছে দোয়া চাইলেন তাসকিন

মেসির জাদুতে এমএলএস কাপের চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি

টিভিতে যে খেলা দেখবন আজ