ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

উন্নয়ন হলে দেশে গ্যাস সংকট কেন: রিজভী

উন্নয়ন হলে দেশে কেন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট? সরকারের উদ্দেশে এই প্রশ্ন রেখেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২২ জানুয়ারী) অনলাইনে করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, উন্নয়ন হলে কী কারণে একটি উন্নয়নশীল দেশকে পরনির্ভরশীল, আমদানিনির্ভর দেশে পরিণত করা হয়েছে?

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা ধোঁকাবাজির নির্বাচন করতে বিএনপির হাজারো নেতা-কর্মীকে তিন-চার মাস ধরে গ্রেপ্তার করেছে।

শারীরিক নির্যাতনে নেতা-কর্মীদের কেউ কেউ কারাগারে মারা গেছেন, পঙ্গুত্ববরণ করেছেন। কারা হেফাজতে ও রিমান্ডে নিয়ে নেতা-কর্মীদের নির্যাতন সব রেকর্ড ভঙ্গ করেছে।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির অনেক নেতা-কর্মী আদালত থেকে জামিন পেলেও কারামুক্তি মিলছে না। জামিনের কাগজ নিয়ে কারাফটক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে নতুন মামলায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতা-কর্মীদের জীবন নিয়ে খেলছে পুলিশ ও প্রশাসন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আরও বলেন, বর্তমান অবৈধ সরকার নিজেদের টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। বিএনপির নেতা-কর্মীরা জামিন পেলেও জেলগেটে থাকা গোয়েন্দা সংস্থার লোকদের টাকা না দিলে তাদের মুক্তি মিলছে না। এ কারণে কারাগারেই ধুকে ধুকে জীবন কাটছে তাদের।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কারাবন্দী নেতাদের তালিকা তুলে ধরেন রিজভী।

রিজভী বলেন, জনগণের ক্ষমতায়ন নিশ্চিতে, ভোটের অধিকার আদায়ে বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

উন্নয়ন হলে দেশে গ্যাস সংকট কেন: রিজভী

আপডেট সময় ০৭:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪

উন্নয়ন হলে দেশে কেন গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট? সরকারের উদ্দেশে এই প্রশ্ন রেখেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২২ জানুয়ারী) অনলাইনে করা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, উন্নয়ন হলে কী কারণে একটি উন্নয়নশীল দেশকে পরনির্ভরশীল, আমদানিনির্ভর দেশে পরিণত করা হয়েছে?

রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তারা ধোঁকাবাজির নির্বাচন করতে বিএনপির হাজারো নেতা-কর্মীকে তিন-চার মাস ধরে গ্রেপ্তার করেছে।

শারীরিক নির্যাতনে নেতা-কর্মীদের কেউ কেউ কারাগারে মারা গেছেন, পঙ্গুত্ববরণ করেছেন। কারা হেফাজতে ও রিমান্ডে নিয়ে নেতা-কর্মীদের নির্যাতন সব রেকর্ড ভঙ্গ করেছে।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির অনেক নেতা-কর্মী আদালত থেকে জামিন পেলেও কারামুক্তি মিলছে না। জামিনের কাগজ নিয়ে কারাফটক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে নতুন মামলায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতা-কর্মীদের জীবন নিয়ে খেলছে পুলিশ ও প্রশাসন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আরও বলেন, বর্তমান অবৈধ সরকার নিজেদের টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েছে। বিএনপির নেতা-কর্মীরা জামিন পেলেও জেলগেটে থাকা গোয়েন্দা সংস্থার লোকদের টাকা না দিলে তাদের মুক্তি মিলছে না। এ কারণে কারাগারেই ধুকে ধুকে জীবন কাটছে তাদের।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কারাবন্দী নেতাদের তালিকা তুলে ধরেন রিজভী।

রিজভী বলেন, জনগণের ক্ষমতায়ন নিশ্চিতে, ভোটের অধিকার আদায়ে বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় আছে।