বগুড়ায় চোরাই গরু পরিবহনের সন্দেহে মোটরসাইকেল নিয়ে ধাওয়া দিয়ে ট্রাক থামাতে গিয়ে এক ছাত্রলীগ কর্মী প্রাণ হারিয়েছেন। জেলা ছাত্রলীগের সহসভাপতি মুকুল হোসেন এ তথ্য জানিয়েছেন। নিহত ছাত্রলীগ কর্মীর নাম মেহেদী হাসান ওরফে মিম (২২)। তিনি বগুড়া শহরতলির সাবগ্রাম-ছাতিয়ানতলা এলাকার আতাউর রহমানের ছেলে। মেহেদী সদর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন।
শনিবার (২০ জানুয়ারী) রাত ১০টার দিকে বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে মানিকচক বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। ট্রাকটি আটক করা যায়নি।
বগুড়া জেলা ছাত্রলীগের সহসভাপতি মুকুল হোসেন বলেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবাইদুল্লাহ সরকারের খামার থেকে কয়েক দিন আগে চারটি গরু চুরি হয়। শনিবার রাতে সাবগ্রাম বন্দরের দিক থেকে মাটিডালি অভিমুখে একটি গরুবাহী ট্রাক যাচ্ছিল। সেটি দেখে ছাত্রলীগ সভাপতির খামারের চোরাই গরু সন্দেহে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন ছাত্রলীগ কর্মী মেহেদীসহ দুজন। রাত ১০টার দিকে মানিকচক এলাকায় এসে সামনে মোটরসাইকেল ব্যারিকেড দিয়ে গরুবোঝাই ট্রাকটি থামিয়ে ট্রাকের কেবিনে উঠতে গিয়ে ছিটকে পড়েন তিনি। এ সময় ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। পরে স্থানীয় লোকজন মেহেদীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।