রাজশাহীর বাঘায় ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে মামুন হোসেন (৩০) নামে এক মাংস বিক্রেতা নিহত হয়েছে। তিনি আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।
শনিবার (২০ জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন হোসেন ও একই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেন পাশাপাশি গরুর মাংস বিক্রি করছিলেন। মামুন প্রতি কেজি ৬৫০ টাকা দরে আর খোকন হোসেন প্রতি কেজি ৭০০ টাকা দরে মাংস বিক্রি করেন। কম দামে মাংস বিক্রি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন হোসেন।
এ বিষয়ে খোকনের সহযোগী আবদুস সালাম ও রফিকুল ইসলাম জানান, তারা পরস্পর মামাত-ফুফাত ভাই। দীর্ঘদিন এক সাথে মাংস বিক্রির ব্যবসা করতেন। কয়েক দিন আগে থেকে আলাদা হয়ে ব্যবসা করছেন। মাংসের দাম কমবেশি নিয়ে দুইজনের তর্কবির্তকের একপর্যায়ে ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করেন খোকন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, খোকন হোসেন পলাতক রয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।