ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি Logo দূর্নীতির অভিযোগে কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান Logo “ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসে নাট্যতরীর ‘মূকনাটক: জুলাই’ ও সেমিনার অনুষ্ঠিত Logo জমকালো আয়োজনে জবিতে সমাপ্ত হলো জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ Logo জকসু ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দায়সারা উত্তর,প্রতিকী প্রতিবাদ শিক্ষার্থীদে Logo ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতির অঙ্গীকার সিইসির Logo জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: তারেক রহমান Logo বামপন্থিদের মব সন্ত্রাস ও অসংলগ্ন স্লোগানের প্রতিবাদ জানাল ছাত্রশিবির Logo সুবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন Logo নির্বাচন ছাড়া কোনো কিছুতেই বিশ্বাস করি না-মির্জা ফখরুল

ওয়েবসাইটেই প্রবেশপত্র পাবেন ৭ কলেজের শিক্ষার্থীরা

ওয়েবসাইটেই প্রবেশপত্র পাবেন ৭ কলেজের শিক্ষার্থীরা

রাজধানীর সরকারি সাতটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত কলেজের চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীরা নিজেরাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফলে এখন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বা হারিয়ে গেলেও আর কলেজের অফিস কিংবা বিভাগে যেতে হবে না।

আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা নিজেদের আইডি-পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

এতে সময় বাঁচবে ও ভোগান্তি কমবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিভিন্ন সভায় শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে আলোচনা করে প্রবেশপত্র সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিগত একটি সভায় সিদ্ধান্ত হয় যে, শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র কলেজের অফিস বা বিভাগ থেকে সংগ্রহের পরিবর্তে অধিভুক্ত সরকারি সাত কলেজের ফরম পূরণ ওয়েবসাইটে তাদের আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন।’

এতে আরো বলা হয়েছে, ‘এতে করে যেমন পরীক্ষার আগে শিক্ষার্থীদের সময় বাঁচবে, তেমনি কলেজ অফিস বা সংশ্লিষ্ট বিভাগের ওপরও চাপ কমবে। শুরুতে ২০২২ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ওয়েবসাইটে আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

 

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি

ওয়েবসাইটেই প্রবেশপত্র পাবেন ৭ কলেজের শিক্ষার্থীরা

আপডেট সময় ০১:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীর সরকারি সাতটি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত কলেজের চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র শিক্ষার্থীরা নিজেরাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ফলে এখন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে বা হারিয়ে গেলেও আর কলেজের অফিস কিংবা বিভাগে যেতে হবে না।

আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত কার্যকরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা নিজেদের আইডি-পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন।

এতে সময় বাঁচবে ও ভোগান্তি কমবে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাবি অধিভুক্ত সাত কলেজের বিভিন্ন সভায় শিক্ষার্থীদের সমস্যার বিষয়ে আলোচনা করে প্রবেশপত্র সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিগত একটি সভায় সিদ্ধান্ত হয় যে, শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র কলেজের অফিস বা বিভাগ থেকে সংগ্রহের পরিবর্তে অধিভুক্ত সরকারি সাত কলেজের ফরম পূরণ ওয়েবসাইটে তাদের আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন।’

এতে আরো বলা হয়েছে, ‘এতে করে যেমন পরীক্ষার আগে শিক্ষার্থীদের সময় বাঁচবে, তেমনি কলেজ অফিস বা সংশ্লিষ্ট বিভাগের ওপরও চাপ কমবে। শুরুতে ২০২২ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ওয়েবসাইটে আইডি-পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড করে নিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।