অর্থ আত্মসাত ও প্রতারণার তিন মামলায় ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১৭ জানুয়ারি) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন যশোরের আদালত।
বাপ্পাদিত্য বসু যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার দুলাল চন্দ্র বসুর ছেলে ও ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি। তিনি নোয়াখালি, কুমিল্লা ও বরিশালের অর্থঋণ আদালত ও প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
র্যাব জানায়, বাপ্পাদিত্য অর্থ ঋণের তিনটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। মামলার পর থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।
গ্রেফতারের পর বাপ্পাদিত্য বসুকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করলে কারাগারে পাঠানের নির্দেশ দেন বিচারক।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করেছেন।