সংসদে বিরোধী দল গঠনে স্বতন্ত্র প্রার্থীরা মিলে জোট গঠন করার কথা জানিয়েছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।
বুধবার (১০ জানুয়ারী) জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আজ সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রথমে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর বেলা ১১টার দিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।
শপথ গ্রহণের আগে নিক্সন চৌধুরী বলেন, ‘এখনো বিরোধী দল গঠন হয় নাই। আমরা আজকে শপথ নেব। তারপর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। আমরা জোট করব। জোট অবশ্যই করব।’
আগামীকাল বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার কথা। তবে দ্বাদশ জাতীয় সংসদে কারা প্রধান বিরোধী দল হবেন, তা এখনো নিশ্চিত হয়নি।