ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চাকসু জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: চবি উপাচার্য Logo চাকসু নির্বাচন: ২৫০ সিসি ক্যামেরায় পর্যবেক্ষন হচ্ছে ভোটের পরিস্থিতি Logo চাকসু: আঙুলের অমোচনীয় কালি উঠে যাচ্ছে, অভিযোগ ছাত্রদল-শিবিরের Logo চাকসু নির্বাচনে শিবির প্যানেলকে জরিমানার খবরটি সঠিক নয়: নির্বাচন কমিশনার Logo পর্যায়ক্রমে ৩ স্তরে গণনা হবে চাকসু নির্বাচনের ভোট Logo চাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে, ভোটারদের লম্বা লাইন Logo মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬ Logo চাকসু প্রার্থীকে হেনস্তা করতে ফেইক আইডি খুলে অপপ্রচার Logo ছাত্রশিবিরকে নিয়ে দৈনিক ইনকিলাবের মিথ্যাচারপূর্ণ সংবাদের নিন্দা প্রকাশ Logo রাকসু নির্বাচন জরিপে শীর্ষ তিন পদেই এগিয়ে ছাত্রশিবির

আইসিসির মাসসেরার মনোনয়নে তাইজুল

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৯:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • 397

আইসিসির মাসসেরার মনোনয়নে তাইজুল

আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন তালিকায় আছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারের সঙ্গে মাসসেরার মনোনয়নে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও নিউজিল্যান্ড অলরাউন্ডার গ্লেন ফিলিপস।

ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত ছিলেন তাইজুল। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা তাঁর। প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে আরো ভয়ংকর রূপে দেখা যায় এই বাঁহাতি স্পিনারকে। বাংলাদেশের ১৫০ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নেন তাইজুল। ম্যাচসেরাও হন তিনি।

মিরপুরে দ্বিতীয় টেস্টে দল হারলেও তাইজুল দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেন। সিরিজসেরা হন তিনি। পুরো বছরের মতো গত মাসটাও স্মরণীয় করে রেখেছেন কামিন্স। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটা দারুণ গেছে কামিন্সের।

বিশেষ করে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দুই ইনিংসেই পাকিস্তানকে কাঁপিয়ে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। দুই ইনিংসেই ৫ উইকেট করে নেন তিনি। ওই ম্যাচেই টেস্ট ক্যারিয়ারের ২৫০ উইকেট পূর্ণ হয় কামিন্সের। একই সঙ্গে র‍্যাংকিংয়ের ১ নম্বরে ওঠে অস্ট্রেলিয়া। তালিকার আরেক নাম ফিলিপসেরও গত মাসটা মনে রাখার মতো গেছে।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরেন এই অলরাউন্ডার। প্রথম টেস্টে সব মিলিয়ে ৫ উইকেট নেন। ৬২ বলে ৪২ রানের একটি ইনিংসও আছে সেখানে। ঢাকায় দ্বিতীয় টেস্টে দলকে সিরিজে সমতা ফেরাতে বড় ভূমিকা ফিলিপসের। প্রথম ইনিংসে ৩১ রানে নেন ৩ উইকেট। দলের বিপর্যয়ের মুখে প্রথম ইনিংসে ৭২ বলে ৮৭ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসেও ধ্বংসস্তূপ থেকে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন ফিলিপস।

জনপ্রিয় সংবাদ

চাকসু জাতীয় নির্বাচনের রিহার্সাল হিসেবে বিবেচিত হবে: চবি উপাচার্য

আইসিসির মাসসেরার মনোনয়নে তাইজুল

আপডেট সময় ০৯:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

আইসিসির ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন তালিকায় আছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের এই বাঁহাতি স্পিনারের সঙ্গে মাসসেরার মনোনয়নে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও নিউজিল্যান্ড অলরাউন্ডার গ্লেন ফিলিপস।

ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত ছিলেন তাইজুল। সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশের জয়ে বড় ভূমিকা তাঁর। প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে আরো ভয়ংকর রূপে দেখা যায় এই বাঁহাতি স্পিনারকে। বাংলাদেশের ১৫০ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে ৬ উইকেট নেন তাইজুল। ম্যাচসেরাও হন তিনি।

মিরপুরে দ্বিতীয় টেস্টে দল হারলেও তাইজুল দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নেন। সিরিজসেরা হন তিনি। পুরো বছরের মতো গত মাসটাও স্মরণীয় করে রেখেছেন কামিন্স। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজটা দারুণ গেছে কামিন্সের।

বিশেষ করে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দুই ইনিংসেই পাকিস্তানকে কাঁপিয়ে দেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। দুই ইনিংসেই ৫ উইকেট করে নেন তিনি। ওই ম্যাচেই টেস্ট ক্যারিয়ারের ২৫০ উইকেট পূর্ণ হয় কামিন্সের। একই সঙ্গে র‍্যাংকিংয়ের ১ নম্বরে ওঠে অস্ট্রেলিয়া। তালিকার আরেক নাম ফিলিপসেরও গত মাসটা মনে রাখার মতো গেছে।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ব্যাটে-বলে নিজেকে মেলে ধরেন এই অলরাউন্ডার। প্রথম টেস্টে সব মিলিয়ে ৫ উইকেট নেন। ৬২ বলে ৪২ রানের একটি ইনিংসও আছে সেখানে। ঢাকায় দ্বিতীয় টেস্টে দলকে সিরিজে সমতা ফেরাতে বড় ভূমিকা ফিলিপসের। প্রথম ইনিংসে ৩১ রানে নেন ৩ উইকেট। দলের বিপর্যয়ের মুখে প্রথম ইনিংসে ৭২ বলে ৮৭ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসেও ধ্বংসস্তূপ থেকে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন ফিলিপস।