ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান Logo ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম Logo অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতিবাদস্বরূপ কক্সবাজার গিয়েছি: হাসনাত Logo ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি Logo বগুড়ায় এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

নেই ভোটার, বাইরে ভিড় থাকলেও ভেতরে ফাঁকা

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০১:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 297

নেই ভোটার, বাইরে ভিড় থাকলেও ভেতরে ফাঁকা

সেন্ট্রাল রোডের ৯৪ নম্বর আইডিয়াল কলেজ কেন্দ্র সর্বমোট ভোটার তিন হাজার একশ ২৯টি ভোট। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছয়টি বুথে ভোট পড়েছে ৩১টি। এর মধ্য দিয়ে ভোটার উপস্থিতির চিত্র কী তা সহজে অনুমান করা যাচ্ছে। রাজধানীর বেশির ভাগ ভোটকেন্দ্রে সকালের চিত্র এটি। তবে কেন্দ্রে ভোট কম কাস্ট হলেও কেন্দ্রও বুথের বাইরে ভীষণ ভিড় লক্ষ করা গেছে। বাইরে ভিড় দেখে কৌতূহল জাগে, মনে হয় ভোটকেন্দ্রের বুথগুলোর অবস্থা এমনই। ভেতরে ভোটসংশ্লিষ্ট প্রায় সবাই অলস সময় কাটাচ্ছে।

আইডিয়াল কলেজ কেন্দ্রের সামনের জটলায় দাঁড়িয়ে থাকা আলমগীর হোসেনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ভোট দিতে আসিনি। ভোটকেন্দ্রগুলোতে ভোট পরিস্থিতি দেখতে এসেছি। যুবক বয়সী আলমগীর বলেন, আমি পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ভোটার। ঢাকায় ব্যবসা করি। ভোট দিতে এলাকায় যাননি কেন এ প্রশ্নে তিনি বলেন, কি হবে ভোট দিয়ে!

রাজধানীর মিরপুর শেওড়াপাড়া মনিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্র, তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়সহ একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটকেন্দ্রের বাইরে রাস্তায় মোটামোটি মানুষের ভিড় আছে। কেন্দ্রের ভেতরে বুথের সামনে ও বুথের ভেতরে ভোটারের উপস্থিতি একেবারেই নেই।

এদিকে আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে দেখা গেছে, সকাল সাড়ে দশটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৮টি। এটি ঢাকা-৭ আসনের একটি কেন্দ্র।

জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান

নেই ভোটার, বাইরে ভিড় থাকলেও ভেতরে ফাঁকা

আপডেট সময় ০১:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

সেন্ট্রাল রোডের ৯৪ নম্বর আইডিয়াল কলেজ কেন্দ্র সর্বমোট ভোটার তিন হাজার একশ ২৯টি ভোট। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ছয়টি বুথে ভোট পড়েছে ৩১টি। এর মধ্য দিয়ে ভোটার উপস্থিতির চিত্র কী তা সহজে অনুমান করা যাচ্ছে। রাজধানীর বেশির ভাগ ভোটকেন্দ্রে সকালের চিত্র এটি। তবে কেন্দ্রে ভোট কম কাস্ট হলেও কেন্দ্রও বুথের বাইরে ভীষণ ভিড় লক্ষ করা গেছে। বাইরে ভিড় দেখে কৌতূহল জাগে, মনে হয় ভোটকেন্দ্রের বুথগুলোর অবস্থা এমনই। ভেতরে ভোটসংশ্লিষ্ট প্রায় সবাই অলস সময় কাটাচ্ছে।

আইডিয়াল কলেজ কেন্দ্রের সামনের জটলায় দাঁড়িয়ে থাকা আলমগীর হোসেনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বলেন, ভোট দিতে আসিনি। ভোটকেন্দ্রগুলোতে ভোট পরিস্থিতি দেখতে এসেছি। যুবক বয়সী আলমগীর বলেন, আমি পিরোজপুর জেলার ভান্ডারিয়ার ভোটার। ঢাকায় ব্যবসা করি। ভোট দিতে এলাকায় যাননি কেন এ প্রশ্নে তিনি বলেন, কি হবে ভোট দিয়ে!

রাজধানীর মিরপুর শেওড়াপাড়া মনিপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্র, তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়সহ একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটকেন্দ্রের বাইরে রাস্তায় মোটামোটি মানুষের ভিড় আছে। কেন্দ্রের ভেতরে বুথের সামনে ও বুথের ভেতরে ভোটারের উপস্থিতি একেবারেই নেই।

এদিকে আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে দেখা গেছে, সকাল সাড়ে দশটা পর্যন্ত মোট ভোট পড়েছে ৫৮টি। এটি ঢাকা-৭ আসনের একটি কেন্দ্র।