ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নিজ কেন্দ্রের প্রথম ভোটটি দিলেন সাকিব আল হাসান

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১০:৫৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
  • 143

নিজ কেন্দ্রের প্রথম ভোটটি দিলেন সাকিব আল হাসান

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিজ ভোটকেন্দ্র দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে প্রথম ভোটটি দেন তিনি। এ সময় তার বাবা মাশরুর রেজা কুটিল ও ছোট বোন বৃষ্টি তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ভোট দিয়ে সাকিব বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। আগামী ৫ বছরের জন্য ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। সে ক্ষেত্রে আমি মনে করি তারা আমাকে বেছে নেবেন। এদিকে মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মাগুরা দুধমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে তার ভোট দেন। স্বতস্ফুর্তভাবে সবাই ভোট দেবেন বলে প্রত্যাশা করেন তিনি। এ সময় বিএনপির অগ্নিসন্ত্রাস দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি

মাগুরা জেলায় মোট আসন ২টি। মোট ভোটার ৭ লাখ ৮৭ হাজার ৯২০। পুরুষ ভোটার ৩ লাখ ৯৮ হাজার ২০৫ জন ও নারী ভোটার ৩ লাখ ৮৯ হাজার ৭১০, তৃতীয় লিঙ্গের আছেন ৫ জন। মাগুরা-২ আসনে মোট প্রার্থী আছেন ৫ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সাকিব আল হাসান, জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন সাইফ, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কে এম মোতাসিম বিল্লা।

মাগুরা-২ আসনে মোট প্রার্থী ৬ জন। প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের ড. শ্রী বীরেন শিকদার, জাতীয় পার্টির ওয়াহেদ মোল্লা, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, তৃণমূল বিএনপির আখিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী শেষ মুহূর্তে আদালতের নির্দেশে মনোনয়ন ফিরে পাওয়া অ্যাডভোকেট মশিয়ার রহমান।

নিজ কেন্দ্রের প্রথম ভোটটি দিলেন সাকিব আল হাসান

আপডেট সময় ১০:৫৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪

মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান ভোট দিয়েছেন। রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিজ ভোটকেন্দ্র দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা বাজার সঙ্গে সঙ্গে প্রথম ভোটটি দেন তিনি। এ সময় তার বাবা মাশরুর রেজা কুটিল ও ছোট বোন বৃষ্টি তার সঙ্গে উপস্থিত ছিলেন।

ভোট দিয়ে সাকিব বলেন, জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। আগামী ৫ বছরের জন্য ভোটাররা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। সে ক্ষেত্রে আমি মনে করি তারা আমাকে বেছে নেবেন। এদিকে মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর মাগুরা দুধমল্লিক মাধ্যমিক বিদ্যালয়ে তার ভোট দেন। স্বতস্ফুর্তভাবে সবাই ভোট দেবেন বলে প্রত্যাশা করেন তিনি। এ সময় বিএনপির অগ্নিসন্ত্রাস দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি

মাগুরা জেলায় মোট আসন ২টি। মোট ভোটার ৭ লাখ ৮৭ হাজার ৯২০। পুরুষ ভোটার ৩ লাখ ৯৮ হাজার ২০৫ জন ও নারী ভোটার ৩ লাখ ৮৯ হাজার ৭১০, তৃতীয় লিঙ্গের আছেন ৫ জন। মাগুরা-২ আসনে মোট প্রার্থী আছেন ৫ জন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সাকিব আল হাসান, জাতীয় পার্টির সিরাজুস সায়েফিন সাইফ, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির কে এম মোতাসিম বিল্লা।

মাগুরা-২ আসনে মোট প্রার্থী ৬ জন। প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের ড. শ্রী বীরেন শিকদার, জাতীয় পার্টির ওয়াহেদ মোল্লা, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন, তৃণমূল বিএনপির আখিদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির আসাদুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী শেষ মুহূর্তে আদালতের নির্দেশে মনোনয়ন ফিরে পাওয়া অ্যাডভোকেট মশিয়ার রহমান।