ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আট বছরের মধ্যে ঢাকায় সর্বোচ্চ বায়ুদূষণ ২০২৩ সালে

আট বছরের মধ্যে ঢাকায় সর্বোচ্চ বায়ুদূষণ ২০২৩ সালে

২০১৬ সালের পর ২০২৩ সালে ঢাকার বায়ুমান সবচেয়ে খারাপ ছিল। স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) বিশ্লেষণ অনুযায়ী, ২০২৩ সালে বায়ুমান সূচকে ঢাকার গড় নম্বর (স্কোর) ছিল ১৭১, যা আগের বছর ছিল ১৬৩।

বায়ুমান সূচকে নম্বর ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য হয়। নম্বর যত বেশি হবে, মান তত খারাপ।

ঢাকায় বায়ুমানের এই অবনতির মাশুল দিতে হচ্ছে মানুষকে। রাজধানীবাসীর মধ্যে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও প্রবীণেরা ভুগছেন বেশি। চিকিৎসার জন্য বাড়তি ব্যয় করতে হচ্ছে, যা চড়া মূল্যস্ফীতির মধ্যে সংসারের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে।

ঢাকার মিরপুরের বাসিন্দা সায়মা ইসলাম নিজের শিশুসন্তানকে নিয়ে গত সোমবার গিয়েছিলেন ধানমন্ডিতে একজন চিকিৎসকের কাছে। তার সন্তানের কাশি লেগেই থাকে। তিনি বলেন, চিকিৎসক বলেছেন তার সন্তানের রক্তে অ্যালার্জির মাত্রা অনেক বেশি, যেটার কারণ বায়ুদূষণ।

নতুন বছর (২০২৪) শুরু হয়েছে গত সোমবার। ওই দিন সকালে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল ঢাকা। গতকাল মঙ্গলবারও বায়ুদূষণে ঢাকাই ছিল সবার ওপরে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুমান সূচকে গতকাল রাত ৯টায় ঢাকার নম্বর ছিল ২৮১, অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’। শীর্ষ পাঁচে এরপর ছিল ভারতের দিল্লি, কলকাতা, পাকিস্তানের লাহোর ও চীনের শেনইয়াং।

ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি কেমন, তা বুঝতে সাদা রঙের কাপড় দিয়ে বানানো একটি কৃত্রিম ‘ফুসফুস’ রাস্তার পাশে দুই দফা রেখে দিয়েছিল শক্তি ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা। প্রথমবার গত অক্টোবরে, দ্বিতীয়বার ডিসেম্বরে। মিরপুরে সংস্থাটির কার্যালয়ের সামনে রাখা ওই সাদা কাপড়ের ফুসফুস প্রথম দফায় ২১ দিনে, দ্বিতীয় দফায় ১৪ দিনে ধূসর হয়ে যায়।

শক্তি ফাউন্ডেশন জানায়, ধুলাবালুর কারণে কাপড়টির রং কত দ্রুত বদলায়, তা দেখে বায়ুদূষণ পরিস্থিতি বোঝা যায়। শুধু ঢাকায় নয়, ভারতের নয়াদিল্লি, বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, মুম্বাই ও লুধিয়ানা এবং নেপালের কাঠমান্ডুতে এর আগে এভাবে বায়ুদূষণ পরিস্থিতি বোঝার চেষ্টা হয়েছে।

শক্তি ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন কর্মসূচির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাব্বির আহমেদ বলেন, প্রতিদিন কাপড়ের রং কতটুকু বদলেছে, তা আমরা পরিমাপ করেছি। আমরা দেখেছি, কাঠমান্ডু ছাড়া বাকি শহরগুলোর তুলনায় ঢাকায় রং সবচেয়ে কম সময়ে ধূসর বর্ণ ধারণ করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইকুয়েডরকে ৭ গোল দিল আর্জেন্টিনা

আট বছরের মধ্যে ঢাকায় সর্বোচ্চ বায়ুদূষণ ২০২৩ সালে

আপডেট সময় ১২:৪৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪

২০১৬ সালের পর ২০২৩ সালে ঢাকার বায়ুমান সবচেয়ে খারাপ ছিল। স্টামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) বিশ্লেষণ অনুযায়ী, ২০২৩ সালে বায়ুমান সূচকে ঢাকার গড় নম্বর (স্কোর) ছিল ১৭১, যা আগের বছর ছিল ১৬৩।

বায়ুমান সূচকে নম্বর ১৫১ থেকে ২০০-এর মধ্যে হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসেবে গণ্য হয়। নম্বর যত বেশি হবে, মান তত খারাপ।

ঢাকায় বায়ুমানের এই অবনতির মাশুল দিতে হচ্ছে মানুষকে। রাজধানীবাসীর মধ্যে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে শিশু ও প্রবীণেরা ভুগছেন বেশি। চিকিৎসার জন্য বাড়তি ব্যয় করতে হচ্ছে, যা চড়া মূল্যস্ফীতির মধ্যে সংসারের ওপর চাপ বাড়িয়ে দিচ্ছে।

ঢাকার মিরপুরের বাসিন্দা সায়মা ইসলাম নিজের শিশুসন্তানকে নিয়ে গত সোমবার গিয়েছিলেন ধানমন্ডিতে একজন চিকিৎসকের কাছে। তার সন্তানের কাশি লেগেই থাকে। তিনি বলেন, চিকিৎসক বলেছেন তার সন্তানের রক্তে অ্যালার্জির মাত্রা অনেক বেশি, যেটার কারণ বায়ুদূষণ।

নতুন বছর (২০২৪) শুরু হয়েছে গত সোমবার। ওই দিন সকালে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল ঢাকা। গতকাল মঙ্গলবারও বায়ুদূষণে ঢাকাই ছিল সবার ওপরে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বায়ুমান সূচকে গতকাল রাত ৯টায় ঢাকার নম্বর ছিল ২৮১, অর্থাৎ ‘খুবই অস্বাস্থ্যকর’। শীর্ষ পাঁচে এরপর ছিল ভারতের দিল্লি, কলকাতা, পাকিস্তানের লাহোর ও চীনের শেনইয়াং।

ঢাকার বায়ুদূষণ পরিস্থিতি কেমন, তা বুঝতে সাদা রঙের কাপড় দিয়ে বানানো একটি কৃত্রিম ‘ফুসফুস’ রাস্তার পাশে দুই দফা রেখে দিয়েছিল শক্তি ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থা। প্রথমবার গত অক্টোবরে, দ্বিতীয়বার ডিসেম্বরে। মিরপুরে সংস্থাটির কার্যালয়ের সামনে রাখা ওই সাদা কাপড়ের ফুসফুস প্রথম দফায় ২১ দিনে, দ্বিতীয় দফায় ১৪ দিনে ধূসর হয়ে যায়।

শক্তি ফাউন্ডেশন জানায়, ধুলাবালুর কারণে কাপড়টির রং কত দ্রুত বদলায়, তা দেখে বায়ুদূষণ পরিস্থিতি বোঝা যায়। শুধু ঢাকায় নয়, ভারতের নয়াদিল্লি, বেঙ্গালুরু, লক্ষ্ণৌ, মুম্বাই ও লুধিয়ানা এবং নেপালের কাঠমান্ডুতে এর আগে এভাবে বায়ুদূষণ পরিস্থিতি বোঝার চেষ্টা হয়েছে।

শক্তি ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন কর্মসূচির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাব্বির আহমেদ বলেন, প্রতিদিন কাপড়ের রং কতটুকু বদলেছে, তা আমরা পরিমাপ করেছি। আমরা দেখেছি, কাঠমান্ডু ছাড়া বাকি শহরগুলোর তুলনায় ঢাকায় রং সবচেয়ে কম সময়ে ধূসর বর্ণ ধারণ করেছে।