গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। নতুন বছরের শুরুতেই গাজায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা এখন ২২ হাজার ১৮৫ তে পৌঁছেছে। একইসময় আহতের সংখ্যা পৌঁছেছে ৫৭ হাজারে।
গাজার দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান ও স্থল হামলা অব্যাহত রয়েছে। দক্ষিণের কয়েক হাজার বাস্তুচ্যুত লোককে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ এই মানুষগুলোই নিরাপত্তার জন্য উত্তর থেকে দক্ষিণে চলে এসেছিল।
মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশই নারী ও শিশু। গত ২৪ ঘণ্টায় ইসরায়েল ১৫ বার হামলা চালিয়েছে। এসব হামলায় ২০৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।