রাজবাড়ীর গোয়ালন্দে সহকর্মীদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলে মারা গেছেন পুলিশের গোয়েন্দা (ডিএসবি) বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মুন্সী (৫৯)।
রোববার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোয়ালন্দ ঘাট থানা মাঠে এ ঘটনা ঘটে।
এসআই মনিরুজ্জামানের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামে। এ বছরের মার্চে চাকরি থেকে তার অবসরে যাওয়ার কথা ছিল।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, গতকাল রাত ৯টার দিকে মনিরুজ্জামান মুন্সী থানা-পুলিশের আরও তিনজনের সঙ্গে থানার মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। বিপরীত পক্ষের ছোড়া শাটল ঠেকাতে গিয়ে পেছনের ঘুরতেই পা ফসকে পড়ে যান তিনি। প্রাথমিকভাবে সহকর্মীরা তার মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেন। সহকর্মীদের চিৎকার শুনে পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ দৌড়ে মাঠে গিয়ে এমন অবস্থা দেখে দ্রুত মনিরুজ্জামানকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা মনিরুজ্জামান মুন্সীকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরীফুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে ডিএসবির দারোগাকে হাসপাতালে আনা হয়। এ সময় প্রাথমিক পরীক্ষা শেষে বোঝা যায়, হাসপাতালে আনার আগেই তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
রাজবাড়ীর পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাতে পুলিশ লাইনস জামে মসজিদে মনিরুজ্জামান মুন্সীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। জানাজা শেষে দিবাগত রাত ১২টার দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।