আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির এক দফা ভুয়া, বিএনপির হরতাল-অবরোধ ভুয়া। অনলাইনে তাদের এ আন্দোলন কর্মসূচি পল্টনের ছাদ থেকে পড়ে গেছে। তারা এখন কোথাও নেই। সাধারণ মানুষ তাদের প্রতিহত করেছে।
আজ শুক্রবার বরিশাল জেলা-মহানগর আয়োজিত জনসভায় কাদের এসব কথা বলেন। সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছোটবোন শেখ রেহানাও উপস্থিত আছেন। বক্তব্যের শুরুতেই ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। সাথে সাথে উপস্থিত জনতা তার সঙ্গে বলা শুরু করেন ৭ জানুয়ারি খেলা হবে।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে বিএনপি পালিয়েছে। নির্বাচনী মাঠে তারা লাল কার্ড খেয়েছে। বিএনপি-জামায়াত ভেবেছিল শেখ হাসিনা তাদের আন্দোলনের হুমকি-ধামকিতে ভয় পাবে। কিন্তু শেখ হাসিনা বিএনপি-জামায়াতের নৈরাজ্য শক্ত হাতে প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগের উন্নয়ন সারা দেশে ছড়িয়ে পড়েছে। আর এই উন্নয়নে সাড়া দিয়ে ৭ জানুয়ারি নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয় করবেন বাংলাদেশের মানুষ।
এর আগে দুপুর পৌনে একটায় পবিত্র কোরআন পাঠ, গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভা। এদিকে জনসভার শুরুতে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের সঞ্চালনায় মঞ্চে প্রথম বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।