ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

অভিনয় ছেড়ে দিয়েছেন মাহি

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:১৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • 160

অভিনয় ছেড়ে দিয়েছেন মাহি

অভিনেত্রী মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। এখন ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়। ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে এরই মধ্যে হৈচৈ ফেলে দিয়েছেন এই ‘অগ্নি’ কন্যা। ২৬ ডিসেম্বর বিকেলে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে প্রচারণা চালানোর সময় তিনি জানিয়েছেন, অভিনয় ছেড়ে দিয়েছেন।

এখন থেকে রাজনীতিতেই সরব থাকবেন। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁর নির্বাচনী প্রতীক ট্রাকে ভোট চেয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এলাকার নেতাকর্মীরা। ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মাহি।

এ সময় মাহিকে এক ভোটার বলেন, ‘ভোটের পর নেতারা দেশ ছেড়ে যান, ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমন দেখি।’ এই ভোটারকে মাহি বলেন, ‘আমার বাসা মণ্ডমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে। সংসার আছে। এখন আপনাদের নিয়েই থাকব।’

 

সাকিবকে নিয়ে কি বললেন আইন উপদেষ্টা

অভিনয় ছেড়ে দিয়েছেন মাহি

আপডেট সময় ১১:১৮:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

অভিনেত্রী মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। এখন ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়। ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে এরই মধ্যে হৈচৈ ফেলে দিয়েছেন এই ‘অগ্নি’ কন্যা। ২৬ ডিসেম্বর বিকেলে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে প্রচারণা চালানোর সময় তিনি জানিয়েছেন, অভিনয় ছেড়ে দিয়েছেন।

এখন থেকে রাজনীতিতেই সরব থাকবেন। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁর নির্বাচনী প্রতীক ট্রাকে ভোট চেয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এলাকার নেতাকর্মীরা। ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মাহি।

এ সময় মাহিকে এক ভোটার বলেন, ‘ভোটের পর নেতারা দেশ ছেড়ে যান, ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমন দেখি।’ এই ভোটারকে মাহি বলেন, ‘আমার বাসা মণ্ডমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে। সংসার আছে। এখন আপনাদের নিয়েই থাকব।’