ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা Logo ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে সালাহউদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন জামায়াত আমির Logo ‘শহীদ মুগ্ধের বাবা ও আতিকুলকে চেনেন না, তিনি শুধু চিনেন এস আলমের গাড়ি Logo “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, পাকিস্তানের সব উপকার ভুলে গেছে আফগানিস্তান” Logo বিমানবন্দরের অগ্নিকাণ্ডে সকল ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

খাজার পাশে কামিন্স, আইসিসিকে ধুয়ে দিলেন হোল্ডিং

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৪:০১:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
  • 375

খাজার পাশে কামিন্স, আইসিসিকে ধুয়ে দিলেন হোল্ডিং

পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ফিলিস্তিনিদের প্রতি প্রতীকী সমর্থন ব্যক্ত করে আইসিসি কর্তৃক তিরস্কৃত হয়েছিলেন উসমান খাজা। তাতেও দমেননি এই অস্ট্রেলীয় ব্যাটার। আগামীকাল মেলবোর্নে শুরু হতে যাওয়া টেস্টেও সে রকম কিছু করার অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু অনুমতি মেলেনি।

আইসিসির যুক্তি, আইন অনুযায়ী এই ধরনের ব্যক্তিগত বার্তা প্রকাশ করা যাবে না পোশাকে। যদিও অস্ট্রেলিয়ারই আরেক ব্যাটার মারনাস লাবুশেন তাঁর ব্যাটের পেছন দিকে একটি ঈগলের প্রতীক ব্যবহার করেন, যেটি মূলত বাইবেলের একটি পংক্তিকে তুলে ধরে। আইসিসির অনুমতি নিয়ে অনেক দিন ধরে তিনি এটা ব্যবহার করছেন। দুজনের ক্ষেত্রেই কোনো পার্থক্য দেখছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

আইসিসি অনুমতি না দিলেও খাজার পাশে আছেন বলে জানিয়েছেন তিনি। দ্বিতীয় টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘সত্যি বলতে, কোনো পার্থক্য দেখছি না (খাজা ও লাবুশেনের বার্তায়। (খাজার) আবেদনের বিস্তারিত আমি জানি না। তবে আমার মনে হয়, এটি একদমই সাধারণ একটি ঘুঘু।

আমরা সত্যিই উজির (খাজা) পাশে আছি। নিজের বিশ্বাসের পক্ষে অবস্থান নিয়েছে সে এবং সেটা বেশ সম্মানজনকভাবেই তুলে ধরেছে সে। কামিন্সের মতো এতোটা রয়েসয়ে অবশ্য কথা বলেননি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি মাইকেল হোল্ডিং। খাজা ইস্যুতে আইসিসিকে ধুয়ে দিয়েছেন এই সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার, ‘অন্য বেশির ভাগ সংগঠন যদি বিভিন্ন ইস্যুতে তাদের আচরণ ও অবস্থান দিয়ে ধারাবাহিকতা ফুটিয়ে তুলতে না পারে, তাহলে আমি বিস্মিত হব। কিন্তু তাদের (আইসিসি) ক্ষেত্রে নয়। আরও একবার তারা তাদের ভণ্ডামি এবং সংগঠন হিসেবে নৈতিকতার ঘাটতি তুলে ধরল।’

জনপ্রিয় সংবাদ

দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি

খাজার পাশে কামিন্স, আইসিসিকে ধুয়ে দিলেন হোল্ডিং

আপডেট সময় ০৪:০১:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে ফিলিস্তিনিদের প্রতি প্রতীকী সমর্থন ব্যক্ত করে আইসিসি কর্তৃক তিরস্কৃত হয়েছিলেন উসমান খাজা। তাতেও দমেননি এই অস্ট্রেলীয় ব্যাটার। আগামীকাল মেলবোর্নে শুরু হতে যাওয়া টেস্টেও সে রকম কিছু করার অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু অনুমতি মেলেনি।

আইসিসির যুক্তি, আইন অনুযায়ী এই ধরনের ব্যক্তিগত বার্তা প্রকাশ করা যাবে না পোশাকে। যদিও অস্ট্রেলিয়ারই আরেক ব্যাটার মারনাস লাবুশেন তাঁর ব্যাটের পেছন দিকে একটি ঈগলের প্রতীক ব্যবহার করেন, যেটি মূলত বাইবেলের একটি পংক্তিকে তুলে ধরে। আইসিসির অনুমতি নিয়ে অনেক দিন ধরে তিনি এটা ব্যবহার করছেন। দুজনের ক্ষেত্রেই কোনো পার্থক্য দেখছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।

আইসিসি অনুমতি না দিলেও খাজার পাশে আছেন বলে জানিয়েছেন তিনি। দ্বিতীয় টেস্ট পূর্ব সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘সত্যি বলতে, কোনো পার্থক্য দেখছি না (খাজা ও লাবুশেনের বার্তায়। (খাজার) আবেদনের বিস্তারিত আমি জানি না। তবে আমার মনে হয়, এটি একদমই সাধারণ একটি ঘুঘু।

আমরা সত্যিই উজির (খাজা) পাশে আছি। নিজের বিশ্বাসের পক্ষে অবস্থান নিয়েছে সে এবং সেটা বেশ সম্মানজনকভাবেই তুলে ধরেছে সে। কামিন্সের মতো এতোটা রয়েসয়ে অবশ্য কথা বলেননি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি মাইকেল হোল্ডিং। খাজা ইস্যুতে আইসিসিকে ধুয়ে দিয়েছেন এই সাবেক ক্যারিবিয়ান ফাস্ট বোলার, ‘অন্য বেশির ভাগ সংগঠন যদি বিভিন্ন ইস্যুতে তাদের আচরণ ও অবস্থান দিয়ে ধারাবাহিকতা ফুটিয়ে তুলতে না পারে, তাহলে আমি বিস্মিত হব। কিন্তু তাদের (আইসিসি) ক্ষেত্রে নয়। আরও একবার তারা তাদের ভণ্ডামি এবং সংগঠন হিসেবে নৈতিকতার ঘাটতি তুলে ধরল।’