রাজধানীর বিসিএসআইআর স্কুল এন্ড কলেজে বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম (বিএনডিপি) কর্তৃক আয়োজিত ‘বিজয় বিতর্ক উৎসব ২০২৩’ শিরোনামে ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা ২০২৩-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) বিএনডিপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠান গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) বিসিএসআইআর স্কুল এন্ড কলেজে ২০টি বিতর্ক দল নিয়ে পরিচালিত হয়েছিলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিএসআইআর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. ইদ্রিস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনডিপ’র প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ফায়সাল মাহমুদ।
প্রধান অতিধির বক্তব্যে অধ্যক্ষ ইদ্রিস আলী বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরিতে বিতর্কের মতো বুদ্ধিবৃত্তিক চর্চার বিকল্প নেই।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএনডিপ’র সাধারণ সম্পাদক মাঈন আল মুবাশ্বির। সভাপতিত্ব করেন, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্মের সভাপতি মুলহাম হায়দার চৌধুরী। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ঢাকা সিটি কলেজেজের সাইফুল্লাহ মারুফ ও মুবিদুর রহমান নাবিল।
এছাড়াও রানার্সআপ হয়েছেন, মেরিটাইম ইউনিভার্সিটির নূর মোহাম্মদ শুভ ও গ্রিন ইউনিভার্সিটির অমিতাভ রায় চৌধুরী। ডিবেটার অব দ্য টুর্নামেন্ট ও ডিবেটার অফ দা ফাইনাল হওয়ার গৌরব অর্জন করেন এন এম শুভ। এছাড়াও অন্যান্য ফাইনালিস্ট বিতার্কিকগণ হলেন, রায়হান হাওলাদার, আহনাফ জাহিদ, তাসনিম হোসেন ও তারিক হাসান।
প্রতিযোগিতায় মূল বিচারক পর্ষদে দায়িত্ব পালন করেন, সিফাত হোসেন, উম্মে সুহালা, মোস্তাফিজুর রহমান ফাহিম, কাজী সাদমান আহমেদ ও আব্দুল্লাহ আল-মাশরিফ।
এছাড়াও সেরা স্বতন্ত্র বিচারক হওয়ার গৌরব অর্জন করেন, জারিন তাসনিম মোর্শেদ, শিহাব হাসান অহন ও সিফাত উল আলম। বিতর্ক উৎসবের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিএনডিপির অর্থ সম্পাদক আব্দুল আলিম আরিফ এবং যুগ্মআহবায়ক ছিলেন সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও প্রচার সম্পাদক মো. ফয়সাল আহমেদ ।
আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন, রুদ্র আসাদ, আশিকুর রহমান সরল, রিমু আহমেদ, জিহাদ ও নাঈমা আক্তার রিতা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইতিপূর্বে ক্যান্সার আক্রান্ত একজন মায়ের চিকিৎসার জন্য অনলাইনে আয়োজিত BNDP OPEN 2023 (To save a mother) জাতীয় বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতেও পুরস্কার তুলে দেয়া হয়।