ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, আটকে দিল বিজিবি Logo তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার Logo ইসরায়েলে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৭০ Logo ৭ দিনের রিমান্ডে অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান Logo প্লাস্টিকযুক্ত মাটি ব্যবহৃত হচ্ছে পাবিপ্রবি নির্মাণাধীন হল মাঠে Logo রাঙামাটিতে ৪০ বছর আগের ৪৫০ বাঙালি হত্যার বিচার এখনও হয়নি Logo আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি Logo এবার রাঙামাটিতেও সংঘাত, পরিস্থিতি-নিয়ন্ত্রণে-১৪৪-ধারা-জারি Logo পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান আটক Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে জনসমুদ্রে পরিনত হয় দ্রোহের গান ও আজাদী সন্ধ্যায়

নির্বাচনে কোনো কারচুপি হলেই ভোটকেন্দ্র বন্ধ: সিইসি

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • 136

নির্বাচনে কোনো কারচুপি হলেই ভোটকেন্দ্র বন্ধ: সিইসি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কারচুপি হলেই ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

দ্বাদশ নির্বাচন উপলক্ষে বরিশালের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে সিইসি এ কথা জানান। শনিবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসতে হবে।

আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। একটা ভোট যদি কারচুপি হয়, তাহলে ওই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে যাতে করে ফলাফল প্রভাবিত না হয়। সিইসি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না।

কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে।

বিভিন্ন দেশ কথা বলেছে- আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি বিদেশিদের।’ প্রার্থীদের সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করতে চান এমন কথা বলেন তিনি। মতবিনিময় সভায় জেলার ছয়টি আসনের ৩৫ জন প্রার্থীর অনেকেই অংশগ্রহণ করেছে। যারা উপস্থিত থাকতে পারেননি, তাঁদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, আটকে দিল বিজিবি

নির্বাচনে কোনো কারচুপি হলেই ভোটকেন্দ্র বন্ধ: সিইসি

আপডেট সময় ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কারচুপি হলেই ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

দ্বাদশ নির্বাচন উপলক্ষে বরিশালের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে সিইসি এ কথা জানান। শনিবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়েছে। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটের মাঠে অনিয়ম করতেই হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসতে হবে।

আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে। অন্যথায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। একটা ভোট যদি কারচুপি হয়, তাহলে ওই কেন্দ্র বন্ধ করে দেয়া হবে যাতে করে ফলাফল প্রভাবিত না হয়। সিইসি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না।

কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে।

বিভিন্ন দেশ কথা বলেছে- আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি বিদেশিদের।’ প্রার্থীদের সহায়তায় এবার জাতীয় নির্বাচন সফল করতে চান এমন কথা বলেন তিনি। মতবিনিময় সভায় জেলার ছয়টি আসনের ৩৫ জন প্রার্থীর অনেকেই অংশগ্রহণ করেছে। যারা উপস্থিত থাকতে পারেননি, তাঁদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির।