ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে কমিশন Logo বিএনপি নেতার অনুসারীদের হামলায় আহত যুবদল নেতা Logo রাকসুর ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন: পর্যবেক্ষণ দল Logo জুলাই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিলো না: আসিফ মাহমুদ Logo শিক্ষার্থীদের যোগ্যতা ও নৈতিকতা বিকাশে আলিয়া মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ড. হেদায়াত উল্লাহ Logo চাকসু নির্বাচনের পর পদ হারালেন চবি ছাত্রদলের ৪ নেতা Logo দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে: জামায়াত আমির Logo বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী: সালাউদ্দিন আহমদ Logo ‘সেলিম ভূঁইয়াকে অব্যাহতি না দিলে নির্বাচনে ৬ লাখ শিক্ষক পরিবার বিএনপিকে জবাব দেবে’ Logo চার ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডে লাগা আগুন

আজ মুক্তি পেল ‘ডানকি’

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ০৪:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 330

মুক্তি পেল ‘ডানকি’, দর্শকদের ভিড়

আজ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ‘ডানকি’। চলতি বছরে তৃতীয় দফায় শাহরুখ ঝড়! সকাল থেকেই ভক্তদের লাইন ছিলো হলে। কনকনে শীতেও ভারতের বিভিন্ন প্রদেশের প্রেক্ষাগৃহে ডানকির প্রথম দিনের প্রথম শো দেখতে ভিড় জমিয়েছেন মানুষ।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, বছর শেষে সুপারস্টারের ছবি ঘিরে প্রথম শোয়ে শহরের দর্শকদের উত্তেজনা থাকলেও আবেগের বাঁধ ভাঙেনি।

মাফলার, টুপি পরে প্রেক্ষাগৃহে হাজির ছিলেন দর্শক। তবে কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকল ৬টা ৪৫ মিনিটে। ‘জাওয়ান’-এর শো ছিল ভোর ৫ টায়। ‘ডানকি’র শো সেখানে আরও পিছিয়ে গিয়েছে।

এ নিয়ে ছবির পরিবেশকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ডিসেম্বরের ঠান্ডার কথা ভেবে এ হেন সিদ্ধান্ত। তারই প্রতিফলন দেখা গেল প্রথম শোয়ে। বৃহস্পতিবার সকালে প্রেক্ষাগৃহ পূর্ণ থাকলেও অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল তুলনায় কম। চোখে পড়ল না শাহরুখের কাট আউট বা ব্যানার নিয়ে পরিচিত ভিড়।

এর কারণ হিসেবে উপস্থিত এক দর্শক জানান, ‘শীতের সকালে সব আয়োজন করা মুশকিল। আগে ছবি দেখব। তার পর সারাদিন ধরে উদ্‌যাপন তো চলবেই। এদিন সকাল ছয়টায় যারা ‘ডানকি’র প্রথম শো দেখেছেন তারা নিজেদের প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। যেখানে অধিকাংশই শাহরুখের প্রতি আবারও মুগ্ধতার কথা বলেছেন।

এছাড়াও শাহরুখন খান ও রাজকুমার হিরানী জুটির একত্রে প্রথম ছবি কেমন করে স্ক্রিন মাতালেন তা দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। সিনেমাটি তাঁদের সেই প্রত্যাশার পারদ পূরণ করেছেন বলেই জানিয়েছেন ভক্তরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে কমিশন

আজ মুক্তি পেল ‘ডানকি’

আপডেট সময় ০৪:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

আজ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের বছরের শেষ সিনেমা ‘ডানকি’। চলতি বছরে তৃতীয় দফায় শাহরুখ ঝড়! সকাল থেকেই ভক্তদের লাইন ছিলো হলে। কনকনে শীতেও ভারতের বিভিন্ন প্রদেশের প্রেক্ষাগৃহে ডানকির প্রথম দিনের প্রথম শো দেখতে ভিড় জমিয়েছেন মানুষ।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা যায়, বছর শেষে সুপারস্টারের ছবি ঘিরে প্রথম শোয়ে শহরের দর্শকদের উত্তেজনা থাকলেও আবেগের বাঁধ ভাঙেনি।

মাফলার, টুপি পরে প্রেক্ষাগৃহে হাজির ছিলেন দর্শক। তবে কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকল ৬টা ৪৫ মিনিটে। ‘জাওয়ান’-এর শো ছিল ভোর ৫ টায়। ‘ডানকি’র শো সেখানে আরও পিছিয়ে গিয়েছে।

এ নিয়ে ছবির পরিবেশকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, ডিসেম্বরের ঠান্ডার কথা ভেবে এ হেন সিদ্ধান্ত। তারই প্রতিফলন দেখা গেল প্রথম শোয়ে। বৃহস্পতিবার সকালে প্রেক্ষাগৃহ পূর্ণ থাকলেও অনুরাগীদের মধ্যে উন্মাদনা ছিল তুলনায় কম। চোখে পড়ল না শাহরুখের কাট আউট বা ব্যানার নিয়ে পরিচিত ভিড়।

এর কারণ হিসেবে উপস্থিত এক দর্শক জানান, ‘শীতের সকালে সব আয়োজন করা মুশকিল। আগে ছবি দেখব। তার পর সারাদিন ধরে উদ্‌যাপন তো চলবেই। এদিন সকাল ছয়টায় যারা ‘ডানকি’র প্রথম শো দেখেছেন তারা নিজেদের প্রতিক্রিয়া ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। যেখানে অধিকাংশই শাহরুখের প্রতি আবারও মুগ্ধতার কথা বলেছেন।

এছাড়াও শাহরুখন খান ও রাজকুমার হিরানী জুটির একত্রে প্রথম ছবি কেমন করে স্ক্রিন মাতালেন তা দেখার জন্য মুখিয়ে ছিলেন দর্শক। সিনেমাটি তাঁদের সেই প্রত্যাশার পারদ পূরণ করেছেন বলেই জানিয়েছেন ভক্তরা।