ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রথম আলো অফিসের সামনে আবারও আন্দোলনকারীদের অবস্থান Logo যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Logo শিক্ষার্থীদের সংঘর্ষে মোল্লা কলেজের ৩ জন নিহত Logo ডেমরা-যাত্রাবাড়ীতে তিন কলেজের শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষ Logo আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ Logo ব্যাটারিচালিত রিকশা চলবে: হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা Logo বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধের নির্দেশনা পশ্চিমবঙ্গ সরকারের Logo মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার Logo নোয়াখালীর ইউপি চেয়ারম্যানকে ঢাকায় গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ Logo ঋণ দেওয়ার কথা বলে শাহবাগে লাখো মানুষের সমাবেশের চেষ্টা

চেন্নাই গিয়ে নতুন ‘নাম’ পেলেন মুস্তাফিজ

আইপিএলে পঞ্চম ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখালেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এবার তাকে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসে (সিএসকে) খেলতে দেখা যাবে। চেন্নাই এক্সপ্রেসে চড়তেই নতুন নিকনেমও পেয়ে গেলেন এই ২৮ বছর বয়সী পেসার। তার নামের শেষাংশ ‘ফিজ’ নামেই তাকে ক্রিকেটভক্তদের অনেকে ডেকে থাকেন। এবার চেন্নাই তার নিকনেম দিয়েছে ‘মুজ’।

আইপিএলের নিলামে আজ দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়েছে ধোনির দল। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্যাঞ্চাইজিটি। তাই নিলামে নাম দিয়েছিলেন ফিজ। এবার তিনি দলও পেয়ে গেলেন।

পরবর্তীতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুস্তাফিজের ছবিতে ‘লায়ন এলার্ট’ উল্লেখ করে চেন্নাই লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগতম, রহমান (মুস্তাফিজুর রহমান)।’ ‘মুজ’ শব্দ দিয়ে বাংলাদেশি এই পেসারের নামের প্রথম ও শেষাংশ মিলিয়ে নিকনেম তৈরি করেছে চেন্নাই।

বলে রাখা ভালো— ‘মোজার্ট’ শব্দটি এসেছে অস্ট্রীয় কিংবদন্তি সুরকার ভোল্‌ফগাংক্‌ আমাডেয়ুস মোৎসার্টের নাম থেকে। ভারতীয় অস্কারজয়ী সুরকার এআর রহমানকেও বলা হয়ে থাকে ‘মোজার্ট অব মাদ্রাজ।’ সেটি কিছুটা পরিবর্তন করে চেন্নাই মুস্তাফিজের জন্য ‘মুজ-আর্ট’ শব্দটি ব্যবহার করেছে।

দলে ভেড়ানোর পর থেকে ইতোমধ্যে এই কাটার মাস্টারকে নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছে সিএসকে। দুরন্ত গতিতে বল করতে ছুটে চলা এক ছবি দিয়ে তারা লিখেছে, ‘স্পিডিং ডাউন দ্য বাংলা কোস্ট! চেন্নাইয়ে স্বাগতম মুস্তাফিজুর!’

জনপ্রিয় সংবাদ

প্রথম আলো অফিসের সামনে আবারও আন্দোলনকারীদের অবস্থান

চেন্নাই গিয়ে নতুন ‘নাম’ পেলেন মুস্তাফিজ

আপডেট সময় ০৩:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

আইপিএলে পঞ্চম ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখালেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। এবার তাকে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসে (সিএসকে) খেলতে দেখা যাবে। চেন্নাই এক্সপ্রেসে চড়তেই নতুন নিকনেমও পেয়ে গেলেন এই ২৮ বছর বয়সী পেসার। তার নামের শেষাংশ ‘ফিজ’ নামেই তাকে ক্রিকেটভক্তদের অনেকে ডেকে থাকেন। এবার চেন্নাই তার নিকনেম দিয়েছে ‘মুজ’।

আইপিএলের নিলামে আজ দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ওই ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়েছে ধোনির দল। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। কিন্তু আসন্ন আসরের আগে তাকে ছেড়ে দেয় ফ্যাঞ্চাইজিটি। তাই নিলামে নাম দিয়েছিলেন ফিজ। এবার তিনি দলও পেয়ে গেলেন।

পরবর্তীতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মুস্তাফিজের ছবিতে ‘লায়ন এলার্ট’ উল্লেখ করে চেন্নাই লিখেছে, ‘মুজ-আর্ট অব মাদ্রাজ! গর্বের পথে স্বাগতম, রহমান (মুস্তাফিজুর রহমান)।’ ‘মুজ’ শব্দ দিয়ে বাংলাদেশি এই পেসারের নামের প্রথম ও শেষাংশ মিলিয়ে নিকনেম তৈরি করেছে চেন্নাই।

বলে রাখা ভালো— ‘মোজার্ট’ শব্দটি এসেছে অস্ট্রীয় কিংবদন্তি সুরকার ভোল্‌ফগাংক্‌ আমাডেয়ুস মোৎসার্টের নাম থেকে। ভারতীয় অস্কারজয়ী সুরকার এআর রহমানকেও বলা হয়ে থাকে ‘মোজার্ট অব মাদ্রাজ।’ সেটি কিছুটা পরিবর্তন করে চেন্নাই মুস্তাফিজের জন্য ‘মুজ-আর্ট’ শব্দটি ব্যবহার করেছে।

দলে ভেড়ানোর পর থেকে ইতোমধ্যে এই কাটার মাস্টারকে নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছে সিএসকে। দুরন্ত গতিতে বল করতে ছুটে চলা এক ছবি দিয়ে তারা লিখেছে, ‘স্পিডিং ডাউন দ্য বাংলা কোস্ট! চেন্নাইয়ে স্বাগতম মুস্তাফিজুর!’