ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান Logo ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম Logo অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতিবাদস্বরূপ কক্সবাজার গিয়েছি: হাসনাত Logo ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি Logo বগুড়ায় এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

সল্টের ‘বিধ্বংসী’ ব্যাটিংয়ে সিরিজ সমতায় ইংল্যান্ড

  • ফখরুল ইসলাম
  • আপডেট সময় ১১:০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • 412

সল্টের ‘বিধ্বংসী’ ব্যাটিংয়ে সিরিজ সমতায় ইংল্যান্ড

এই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিতো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেটা হতে দিলেন না ফিল সল্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে সেঞ্চুরির পর চতুর্থ ম্যাচেও করেছেন বিধ্বংসী ব্যাটিং। তার ৫৭ বলে ১১৯ রানের ইনিংসে ভর করে ৭৫ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজ ২-২ তে সমতায় এনেছে ইংল্যান্ড।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সল্টের শতক ও অধিনায়ক জস বাটলার এবং লিয়াম লিভিংস্টোনের অর্ধশতকে ২০ ওভারে ২৬৭ রান তুলেছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে ১৫.৩ ওভারে ১৯২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিং করতে নামা ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। দুজন মিলে ৫৯ বলে গড়েন ১১৭ রানের জুটি। ৫৫ রান করে বাটলার আউট হলেও ইংল্যান্ড রান তোলার গতি কমায়নি। তিন নম্বরে নেমে উইল জ্যাকস করেন ৯ বলে ঝড়ো ২৪ রান।

রানরেট ধরে রেখে লিভিংস্টোন করেন ২১ বলে ৫৪ রান। তবে সবাইকে ছড়িয়ে যান সল্ট। ৭ চার আর ১০ ছক্কায় ৪৮ বলে শতক করেন সল্ট। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা দুটি শতক পেলেন সল্ট। ১১৯ রান করে তিনি যখন আউট হন, দলের রান তখন ২৪৬।

২৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে গিয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। দলীয় ১০০ রান তুলতেই চার ব্যাটসম্যানকে হারায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৫১ রান করেন আন্দ্রে রাসেল। তার এই ইনিংসের পরও ২৭ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের হয়ে রিচ টপলি নিয়েছেন ৩ উইকেট।

জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান

সল্টের ‘বিধ্বংসী’ ব্যাটিংয়ে সিরিজ সমতায় ইংল্যান্ড

আপডেট সময় ১১:০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩

এই ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নিতো ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেটা হতে দিলেন না ফিল সল্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে সেঞ্চুরির পর চতুর্থ ম্যাচেও করেছেন বিধ্বংসী ব্যাটিং। তার ৫৭ বলে ১১৯ রানের ইনিংসে ভর করে ৭৫ রানে জিতে পাঁচ ম্যাচ সিরিজ ২-২ তে সমতায় এনেছে ইংল্যান্ড।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সল্টের শতক ও অধিনায়ক জস বাটলার এবং লিয়াম লিভিংস্টোনের অর্ধশতকে ২০ ওভারে ২৬৭ রান তুলেছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে ১৫.৩ ওভারে ১৯২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিং করতে নামা ইংল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। দুজন মিলে ৫৯ বলে গড়েন ১১৭ রানের জুটি। ৫৫ রান করে বাটলার আউট হলেও ইংল্যান্ড রান তোলার গতি কমায়নি। তিন নম্বরে নেমে উইল জ্যাকস করেন ৯ বলে ঝড়ো ২৪ রান।

রানরেট ধরে রেখে লিভিংস্টোন করেন ২১ বলে ৫৪ রান। তবে সবাইকে ছড়িয়ে যান সল্ট। ৭ চার আর ১০ ছক্কায় ৪৮ বলে শতক করেন সল্ট। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা দুটি শতক পেলেন সল্ট। ১১৯ রান করে তিনি যখন আউট হন, দলের রান তখন ২৪৬।

২৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে গিয়ে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। দলীয় ১০০ রান তুলতেই চার ব্যাটসম্যানকে হারায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৫১ রান করেন আন্দ্রে রাসেল। তার এই ইনিংসের পরও ২৭ বল বাকি থাকতে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের হয়ে রিচ টপলি নিয়েছেন ৩ উইকেট।