ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo দেশ থেকে পাচারের টাকা জনহিতকর কাজে ব্যবহার করা হবে: গভর্নর Logo আমিরাতের বিপক্ষে বাড়তি টি-টোয়েন্টি এক ম্যাচ খেলবে বাংলাদেশ Logo অবৈধ নির্বাচনের মেয়র হতে চাইলে সেটা কি বৈধ হয়, সারজিসের প্রশ্ন Logo পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে ‘সার্চ কমিটি’ Logo ‘গণ–অভ্যুত্থানের পর জব্দ সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার কোটি টাকা’ Logo অনির্দিষ্টকালের জন্য শাট ডাউন কর্মসূচি ঘোষণা করে মুন্সিগঞ্জ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির Logo ১০ হাজারের বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত Logo পলিটেকনিক ছাত্রকে উলঙ্গ করে পেটানো ও গুলি করে মারার হুমকি অভিযোগর ছাত্রদলের বিরুদ্ধে Logo গাজায় ইসরাইলি বর্বর হামলা, একদিনে নিহত ১৫১ ফিলিস্তিনি Logo নির্বাচন হতে পারে ডিসেম্বরেই

আগামীকাল নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাল বুধবার (২০ ডিসেম্বর) থেকে শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছেই তিনি দুই সুফিসাধকের মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের পর বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

পরদিন ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বেলা তিনটায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। এর জন্য আগে থেকেই সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বাইরের যত নির্বাচনী সভা তিনি ভার্চ্যুয়ালি করবেন, এর সব কটিতেই তিনি এখান থেকে যুক্ত হবেন।

২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরিশাল সফর করবেন। ওই দিন বেলা তিনটায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

পরদিন ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী যাবেন নিজ জেলা গোপালগঞ্জ, এরপর মাদারীপুরে। ওই দিন প্রথমে তিনি নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন। এরপর মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপ। সেখানে দলীয় প্রার্থীর বাইরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জনপ্রিয় সংবাদ

দেশ থেকে পাচারের টাকা জনহিতকর কাজে ব্যবহার করা হবে: গভর্নর

আগামীকাল নির্বাচনী প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার কাল বুধবার (২০ ডিসেম্বর) থেকে শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে শেখ হাসিনার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছেই তিনি দুই সুফিসাধকের মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের পর বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।

পরদিন ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বেলা তিনটায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শেখ হাসিনা ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। এর জন্য আগে থেকেই সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি বসানো হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার বাইরের যত নির্বাচনী সভা তিনি ভার্চ্যুয়ালি করবেন, এর সব কটিতেই তিনি এখান থেকে যুক্ত হবেন।

২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরিশাল সফর করবেন। ওই দিন বেলা তিনটায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

পরদিন ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী যাবেন নিজ জেলা গোপালগঞ্জ, এরপর মাদারীপুরে। ওই দিন প্রথমে তিনি নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন। এরপর মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া ওরফে গোলাপ। সেখানে দলীয় প্রার্থীর বাইরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।