ভেনিজুয়েলায় একটি মহাসড়কে ১৭টি যানবাহনের মধ্যে সংঘর্ষের পর কমপক্ষে ১৬ জন মারা গেছে এবং আরো ছয়জন গুরুতর আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গ্রান মারিসকাল দে আয়াকুচো মহাসড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা সম্পর্কে জানতে চাইলে দেশটির দমকল প্রধান হুয়ান গঞ্জালেজ বলেন, এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। মহাসড়কটি রাজধানী কারাকাসকে দেশের পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করে।
কর্মকর্তারা জানিয়েছেন, একটি দ্রুতগামী ট্রাক কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ায় দুর্ঘটনাটি ঘটে। ঝুঁকি ব্যবস্থাপনা এবং নাগরিক সুরক্ষা বিষয়ক উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা এর আগে এ দুর্ঘটনায় আটজন নিহতের কথা জানিয়েছিলেন। পাশাপাশি তিনি সংখ্যাটি ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে’ বলেও সতর্ক করেছিলেন। এ ছাড়া দুর্ঘটনায় ১৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
স্থানীয় সময় বুধবার সকালে দুর্ঘটনাস্থলে বিশাল অগ্নিকাণ্ডের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পেরেজ আম্পুয়েদা বলেন, ‘আগুনে থাকা সব যানবাহনের নিয়ন্ত্রণ আমাদের হাতে আছে।’ একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে বলেও তিনি উল্লেখ করেছেন।