‘এ নির্বাচন দেশের মানুষ মানে না।৭ জানুয়ারি দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দেশবাসীকে আহ্বান জানাবো, এই নির্বাচনে যেন কেউ কোনো সহযোগিতা না করে’- আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে এ কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে তফসিল বাতিলের দাবিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশরাফ আলী আকন বলেন, এই ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রমাণ করে আওয়ামী লীগ একটি আতঙ্কের নাম। আওয়ামী লীগ একটি গজবের নাম। এই সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাসহ প্রতিটি খাত ধ্বংস করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। আমরা বিশ্বাস করি, দুর্নীতি বন্ধ করা গেলে ৪০ টাকা দরে চাল বিক্রি করা সম্ভব। যে কোনো খাদ্যদ্রব্যের মূল্য ৩০ শতাংশ কমিয়ে ফেলা সম্ভব।
সমাবেশে দলটির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আরিফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সম্পাদক আবু সাইদ, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।