ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম Logo আগামী ৫ জুলাই সরকারি সফরে নবীনগরে আসছেন অর্থ উপদেষ্টা Logo জামায়াতের অনুষ্ঠানে গিয়ে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন ডিএমপি কর্মকর্তা Logo পাবনায় জামায়াত মনোনীত ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা সমাবেশ অনুষ্ঠিত Logo কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না?-প্রশ্ন ছাত্রশিবির সভাপতির Logo এখন থেকে পাগলা মসজিদে দান করা যাবে অনলাইনে Logo ছাত্রদল নেতার নির্দেশ: ফেক আইডি খুলে দৈনিক ১০টি করে পোস্ট দিতে হবে Logo সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি Logo নির্বাচনের আগে রাজনৈতিক সংস্কার প্রয়োজন: জামায়াত আমির Logo লক্ষ্মীপুরে রোগীকে হয়রানি করার অভিযোগ উঠেছে ডা.শিপলু সরকারের বিরুদ্ধে

পটুয়াখালীতে মহিলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২ ডিসেম্বর) বিকেল চারটার দিকে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন শাহিনা পারভীনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হামলার জন্য স্বাধীন মীরা নামের এক যুবককে দায়ী করেছেন শাহিনা পারভীন।

শাহিনা পারভীন অভিযোগ করে বলেন, আমি উপজেলা পরিষদের একটি উন্নয়নমূলক কাজ দেখতে নীলগঞ্জ ইউনিয়নে গিয়েছিলাম। সেখান থেকে মোটরসাইকেলে কলাপাড়া পৌর শহরের বাসায় ফেরার পথে এতিমখানা এলাকায় আমার ওপর হামলা করা হয়। স্বাধীন মীরা নামের এক যুবক আমার ওপর অতর্কিত হামলা করে। আমি মোটরসাইকেলের ওপর বসে ছিলাম। প্রথম সে আমার গায়ে লাথি মারে। এরপর আমি পড়ে গেলে লাঠি দিয়ে আমাকে মারধর করে। একপর্যায়ে দৌড়ে গিয়ে একটি সেলুন থেকে কেচি এনে আঘাত করে। এতে আমার ডান হাতের কনুই বরাবর ক্ষত তৈরি হয়। লাঠি দিয়ে পেটানোয় আমার শরীরে কয়েক জায়গায় জখম হয়েছে।’

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা বলেন, ভাইস চেয়ারম্যানের ডান হাতের কনুই কেটে ক্ষত তৈরি হয়েছে। তা ছাড়া তার শরীরেও আঘাতের চিহ্ন আছে। আমরা চিকিৎসা দিয়েছি। দ্রুত তিনি সুস্থ হয়ে যাবেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, ভাইস চেয়ারম্যান নিজ বাসায় ফিরছিলেন। এতিমখানা এলাকা দিয়ে যাওয়ার সময় তিনি (ভাইস চেয়ারম্যান) দেখেন, স্বাধীন নামের এক ছেলে একজন অটোরিকশাচালককে চড়-থাপ্পড় মারছেন। এই দৃশ্য দেখে তিনি ওই ছেলেকে একটি চড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে ভাইস চেয়ারম্যানের ওপর হামলা করেন ওই ছেলে। তিনি বলেন, প্রাথমিকভাবে ওই ছেলে মাদকাসক্ত বলে শুনেছেন। রাতে কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকার বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়নে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে না: নাহিদ ইসলাম

পটুয়াখালীতে মহিলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা

আপডেট সময় ১১:৫৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (২ ডিসেম্বর) বিকেল চারটার দিকে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

ঘটনার পর স্থানীয় লোকজন শাহিনা পারভীনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানেই ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। হামলার জন্য স্বাধীন মীরা নামের এক যুবককে দায়ী করেছেন শাহিনা পারভীন।

শাহিনা পারভীন অভিযোগ করে বলেন, আমি উপজেলা পরিষদের একটি উন্নয়নমূলক কাজ দেখতে নীলগঞ্জ ইউনিয়নে গিয়েছিলাম। সেখান থেকে মোটরসাইকেলে কলাপাড়া পৌর শহরের বাসায় ফেরার পথে এতিমখানা এলাকায় আমার ওপর হামলা করা হয়। স্বাধীন মীরা নামের এক যুবক আমার ওপর অতর্কিত হামলা করে। আমি মোটরসাইকেলের ওপর বসে ছিলাম। প্রথম সে আমার গায়ে লাথি মারে। এরপর আমি পড়ে গেলে লাঠি দিয়ে আমাকে মারধর করে। একপর্যায়ে দৌড়ে গিয়ে একটি সেলুন থেকে কেচি এনে আঘাত করে। এতে আমার ডান হাতের কনুই বরাবর ক্ষত তৈরি হয়। লাঠি দিয়ে পেটানোয় আমার শরীরে কয়েক জায়গায় জখম হয়েছে।’

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা বলেন, ভাইস চেয়ারম্যানের ডান হাতের কনুই কেটে ক্ষত তৈরি হয়েছে। তা ছাড়া তার শরীরেও আঘাতের চিহ্ন আছে। আমরা চিকিৎসা দিয়েছি। দ্রুত তিনি সুস্থ হয়ে যাবেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, ভাইস চেয়ারম্যান নিজ বাসায় ফিরছিলেন। এতিমখানা এলাকা দিয়ে যাওয়ার সময় তিনি (ভাইস চেয়ারম্যান) দেখেন, স্বাধীন নামের এক ছেলে একজন অটোরিকশাচালককে চড়-থাপ্পড় মারছেন। এই দৃশ্য দেখে তিনি ওই ছেলেকে একটি চড় মারেন। এতে ক্ষিপ্ত হয়ে ভাইস চেয়ারম্যানের ওপর হামলা করেন ওই ছেলে। তিনি বলেন, প্রাথমিকভাবে ওই ছেলে মাদকাসক্ত বলে শুনেছেন। রাতে কলাপাড়া পৌর শহরের নতুন বাজার এলাকার বাসা থেকে তাকে আটক করেছে পুলিশ।