রাশিয়ার সঙ্গে সীমান্তের পারাপারের সব জায়গা (ক্রসিং) বন্ধ করে দিয়েছে ফিনল্যান্ড। হেলসিঙ্কির অভিযোগ, সীমান্ত পেরিয়ে ফিনল্যান্ডের ভূখণ্ডে অভিবাসনপ্রত্যাশীদের ঢুকতে মস্কো অব্যাহতভাবে সহায়তা করে আসছে।
সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যকার সীমান্ত দিয়ে ফিনল্যান্ডে ঢোকা অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা অনেক বেড়েছে। এ পটভূমিতে চলতি মাসে স্থলপথে সীমান্তের আটটি পারাপারের জায়গার মধ্যে সাতটি বন্ধ করে দেওয়া হয়েছে।
ফিনল্যান্ড সরকার জানিয়েছে, একমাত্র চালু থাকা আর্কটিক অঞ্চলে অবস্থিত রাজা-জোসেপ্পি সীমান্ত পারাপারের জায়গাটিও কাল বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হবে। আপাতত দুই সপ্তাহের জন্য এই পারাপারের জায়গা বন্ধ রাখা হবে। পণ্য পরিবহনের জন্য শুধু একটি রেলক্রসিং চালু রাখা হবে।
এ মাসে রাশিয়া থেকে ফিনল্যান্ডে প্রায় ৯০০ অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন। ফিনল্যান্ড কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এসব অভিবাসনপ্রত্যাশী মরক্কো, পাকিস্তান, সিরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক।
এক বিবৃতিতে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেটেরি অর্পো বলেন, অভিবাসনপ্রত্যাশীদের এই ঢল বন্ধ করতে হেলসিঙ্কি বদ্ধপরিকর।
পেটেরি অর্পো অভিযোগ করে বলেন, অভিবাসনপ্রত্যাশীদের ফিনল্যান্ডের দিকে ঠেলে দিচ্ছে মস্কো। এর মধ্য দিয়ে রাশিয়া প্রভাব বিস্তারের অভিযানে নেমেছে। এটাকে একধরনের হাইব্রিড আক্রমণ বলে অভিহিত করেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী।