তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, ভাঙন থেকে তীরবর্তী বসতি ও কৃষিজমি রক্ষাসহ তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিলের আয়োজন করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাদদেশে এই বিক্ষোভ মিছিল আয়োজন করে রংপুর জনপদের শিক্ষার্থীরা। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে কাটা পাহাড় রুট পেরিয়ে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়।
মশালে ছিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় অঞ্চলের শিক্ষক-শিক্ষার্থী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
রংপুর বিভাগীয় জেলা সমিতির নেতৃবৃন্দরা বলেন, প্রতিবছর অতিরিক্ত পানি প্রবাহের মাধ্যমে ধানি জমির প্রায় ৬ হাজার কোটি টাকার ক্ষতি সাধন করা হচ্ছে। অথচ এই তিস্তা পরিকল্পনার সমাধান করতে ১২ হাজার কোটি টাকা প্রয়োজন। অথচ সরকার এ বিষয়ে কোন উদ্যোগ নিচ্ছে না।