এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলছেন, শিক্ষকদের ন্যায্য দাবি মানতে হবে। আর তাদের দাবি মানা না হলে বিগত সময়ে ফ্যাসিবাদ, খুনি হাসিনা এবং তার দোসরদের যে পরিণতি হয়েছিল, তার চেয়ে বেশি খারাপ পরিণতি হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
আন্দোলনরত শিক্ষকদের দাবি ন্যায্য উল্লেখ করে ভিপি সাদিক কায়েম বলেন, তাদের দাবিটা কী? দাবিটা সামান্য। তাদের বেতনের ২০ শতাংশ আবাসন ভাতা আর ১৫০০ টাকা চিকিৎসা ভাতা চেয়েছেন। এট কী বেশি?
এ সময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত সময়ে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে সেখান থেকে ব্যবস্থা করেন। তারপর আন্দোলনরত শিক্ষকদের দাবি মানতে হবে।