সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় শাখা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কার হওয়াদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন চাকসু নির্বাচনে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকিরা চাকসুতে নির্বাচন করেছেন কিনা, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক সহ সভাপতি নিউটন দত্ত, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নকিব হোসেন চৌধুরী ও আবু শাহদাত মোহাম্মদ আদিলকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার এবং ছাত্রনেতা আবদুল্লাহ আল মামুনকে প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এটি কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, আব্দুল্লাহ আল মামুন আমাদের সদস্য ছিল, কিন্তু সে চাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছে। এছাড়া তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে; এজন্য কেন্দ্র তাকে বহিষ্কার করেছে।
অন্যদিকে, বাকি তিনজন আগের কমিটিতে দায়িত্ব পালন করেছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে মূলত তাদের বহিষ্কারাদেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।