বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযুক্ত এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১টার দিকে উপজেলার খরনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলেন উপজেলার খরনা ইউনিয়নের কর্মকারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা শ্রী সুনীল চন্দ্র শীল এর ছেলে শ্রী পলাশ চন্দ্র শীল (৩২)।
এছাড়াও তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিকলীগের শাজাহানপুর উপজেলার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
জানা যায়, শাজাহানপুর থানায় ২৮ সেপ্টেম্বর ২০২৫, ধারা- ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর অধীনে দায়ের করা মামলার তদন্তে আসামি হিসেবে চিহ্নিত হন তিনি।
পরবর্তীতে,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে শাজাহানপুর থানা পুলিশ উপজেলার খরনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পলাশ চন্দ্র শীলকে তার নিজ বাড়ির নিকটবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবং পরবর্তীতে থানায় নিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। এবং মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।