ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo এবার শাপলা প্রতীকের আরেক দাবিদারের আবেদন ইসিতে Logo ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি Logo শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে ৭ কলেজের আন্দোলন স্থগিত Logo স্বর্নের দামে নতুন রেকর্ড, ভরি ২১৩৭১৯ টাকা Logo ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের জায়গা থাকবে না’ Logo ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা Logo বাড়ল সয়াবিন তেলের দাম Logo পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম

শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযুক্ত এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১টার দিকে উপজেলার খরনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন উপজেলার খরনা ইউনিয়নের কর্মকারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা শ্রী সুনীল চন্দ্র শীল এর ছেলে শ্রী পলাশ চন্দ্র শীল (৩২)।

এছাড়াও তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিকলীগের শাজাহানপুর উপজেলার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা যায়, শাজাহানপুর থানায় ২৮ সেপ্টেম্বর ২০২৫, ধারা- ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর অধীনে দায়ের করা মামলার তদন্তে আসামি হিসেবে চিহ্নিত হন তিনি।

পরবর্তীতে,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে শাজাহানপুর থানা পুলিশ উপজেলার খরনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পলাশ চন্দ্র শীলকে তার নিজ বাড়ির নিকটবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবং পরবর্তীতে থানায় নিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। এবং মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প

শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৭:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযুক্ত এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১টার দিকে উপজেলার খরনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন উপজেলার খরনা ইউনিয়নের কর্মকারপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা শ্রী সুনীল চন্দ্র শীল এর ছেলে শ্রী পলাশ চন্দ্র শীল (৩২)।

এছাড়াও তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন শ্রমিকলীগের শাজাহানপুর উপজেলার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জানা যায়, শাজাহানপুর থানায় ২৮ সেপ্টেম্বর ২০২৫, ধারা- ৯(৩)/১০/১১/১৩ সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর অধীনে দায়ের করা মামলার তদন্তে আসামি হিসেবে চিহ্নিত হন তিনি।

পরবর্তীতে,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে শাজাহানপুর থানা পুলিশ উপজেলার খরনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পলাশ চন্দ্র শীলকে তার নিজ বাড়ির নিকটবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এবং পরবর্তীতে থানায় নিয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে। এবং মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।