ঢাকার নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর কর্তৃক পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জে শতাধিক শিক্ষার্থীর মাঝে ‘অর্থসহ কুরআন বিতরণ’ ক্যাম্পেইন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একে একে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় কুরআন শরীফ।
পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে অংশনেয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবির শেখ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মুন্সি সিরাজুল হক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মহিউদ্দিন মিল্কী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, তথ্য ও প্রযুক্তি বিষয়ের শিক্ষক আশরাফুল মিশুসহ অন্যান্য শিক্ষকগন।
ছাত্র অধিকার পরিষদ মুন্সীগঞ্জ জেলার সিনিয়র সহসভাপতি মুহাম্মদ রাজু, সরকারি হরগঙ্গা কলেজে ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো: পারভেজ, সাধারণ সম্পাদক রোকনুদ্দোউলা রাফসান, সরকারি হরগঙ্গা কলেজ ইসলমী ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি ইসমাইল হোসেন। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ফারদিন হাসান আবির, শাহরিয়ার জামান, সাজ্জাদ হোসেন আপন, আসিফুল হাসান শৈশব, আব্দুল করিমসহ অত্র কলেজের শিক্ষার্থীবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, ইসলাম শান্তির ধর্ম, পবিত্র কোরআন শান্তির বানী ও পথ নির্দেশক। কোরআন সকলে মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়েছে। অসভ্যতার বিপরীতে ইসলাম ও কোরআনের মর্মবানী আরো বিস্তার বেগবান হবে এটাই আমাদের বার্তা।