ঢাকা ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা Logo বাড়ল সয়াবিন তেলের দাম Logo পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম Logo শাজাহানপুরে সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার Logo বগুড়ায় খাস জমি দখলে আ’মী লীগ নেতা, প্রশাসনের নীরব ভূমিকা Logo আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, নিম্নকক্ষে পিআরের পক্ষে নই- জামালপুরে সারজিস আলম Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ১৬ অক্টোবর,যে ভাবে দেখবেন Logo ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে “সমাবর্তন” অনুষ্ঠান Logo ঢাবির ছাত্রাবাসের সামনে সংঘর্ষ, নেপথ্যে ঢাকা কলেজ ছাত্রদল কর্মীর দোকান Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ২ দল

নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে দুইটি—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ—প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান। তিনি জানান, দুই দলের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি ১২টি দলের আবেদনের ওপর আরও বিস্তারিত যাচাই-বাছাই চলছে। এর আগে ৭টি দলের আবেদন বাতিল করা হয়েছে।

ইসি সচিব বলেন, মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে এই দুই দলকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টিকে তাদের নির্বাচনী প্রতীকের বিষয়ে চিঠি পাঠানো হবে। চূড়ান্ত নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।

এছাড়া তিনটি দল বর্তমানে ইসির পর্যবেক্ষণে রয়েছে—বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের রায় থাকায় তারা নিবন্ধন পাবেন।

আখতার আহমেদ জানান, ৯টি দলের কার্যকারিতা আরও তদন্তের পর্যায়ে রয়েছে। এগুলো হলো—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা এবং জনতা পার্টি বাংলাদেশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা

নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ২ দল

আপডেট সময় ০৮:৫৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন কমিশন জানিয়েছে, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে দুইটি—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগ—প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানান। তিনি জানান, দুই দলের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি ১২টি দলের আবেদনের ওপর আরও বিস্তারিত যাচাই-বাছাই চলছে। এর আগে ৭টি দলের আবেদন বাতিল করা হয়েছে।

ইসি সচিব বলেন, মোট ১৪৩টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে এই দুই দলকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টিকে তাদের নির্বাচনী প্রতীকের বিষয়ে চিঠি পাঠানো হবে। চূড়ান্ত নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে।

এছাড়া তিনটি দল বর্তমানে ইসির পর্যবেক্ষণে রয়েছে—বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। এছাড়া বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের রায় থাকায় তারা নিবন্ধন পাবেন।

আখতার আহমেদ জানান, ৯টি দলের কার্যকারিতা আরও তদন্তের পর্যায়ে রয়েছে। এগুলো হলো—আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা এবং জনতা পার্টি বাংলাদেশ।