ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
চাকসু নির্বাচনের সাক্ষাৎকার-২:

শিক্ষার্থীদের স্বার্থে এক টেবিলে বসে রাজনীতি করতে চাই: সাক্ষাৎকারে তাসনিম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 54

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি পদে অংশ নিচ্ছেন না কোনো নারী শিক্ষার্থী। তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ১ জন। বামপন্থী সমর্থিত শিক্ষার্থীদের সম্মিলিত প্যানেল স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) ও ছাত্র ফেডারেশনের ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ থেকে জিএস পদে লড়ছেন পদার্থবিজ্ঞান বিভাগের চৌধুরি তাসনিম জাহান শ্রাবণ। একই সাথে তিনি চবি রাষ্ট্রচিন্তা’র হেড ক্রিয়েশন। চাকসু নির্বাচনের নানা দিক নিয়ে আলাপ করেছেন ঢাকাভয়েস২৪ ডটকমের সঙ্গে। তার কথাগুলো শুনেছেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আব্দুল্লাহ আল নাঈম।

১. ঢাকাভয়েস২৪: মিস তাসনিম জাহান শ্রাবণ, ঢাকাভয়েস২৪.কমের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি?

চৌধুরি তাসনিম জাহান: আলহামদুলিল্লাহ ভালো আছি।

২. ঢাকাভয়েস২৪: আপনিই একমাত্র নারী যিনি জিএস পদে প্রার্থী হয়েছেন। নির্বাচনি প্রচারে কেমন সাড়া পাচ্ছেন?

চৌধুরি তাসনিম জাহান: ভালোই সাড়া পাচ্ছি। যাদের কাছেই যাচ্ছি, সাহস দিচ্ছে।

৩. ঢাকাভয়েস২৪: আপনারা দুই সংগঠন মিলে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ নামে একটি নির্বাচনি জোট ঘোষণা করেছেন। এটার পেছনে কোনো চিন্তা বা কৌশল ছিল?

চৌধুরি তাসনিম জাহান: একটি প্যানেলের চিন্তাধারা কেমন তা তার শীর্ষ পদের দিকে তাকালেই বোঝা যায়। আমাদের ভিপি স্যাড-এর সঙ্গে যুক্ত, জিএস অরাজনৈতিক আর এজিএস ছাত্র ফেডারেশনের। আমরা মেসেজ দিতে চেয়েছি যে, আমরা সহাবস্থানের রাজনীতি চাই যেখানে ভিন্ন রাজনৈতিক চিন্তাধারার মানুষ হলেও শিক্ষার্থীদের স্বার্থে এক টেবিলে বসে কাজ করবে, যেখানে অরাজনৈতিক – রাজনৈতিক মানুষজন একসাথে পথ চলবে।

৪. ঢাকাভয়েস২৪: বামপন্থী রাজনীতিকরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় প্রতিবাদী ভূমিকায় থাকে। এই ভূমিকা ভোটের ক্ষেত্রে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে?

চৌধুরি তাসনিম জাহান: আমরা আশাবাদী।

৫. ঢাকাভয়েস২৪: প্রচারণায় কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কি? অনলাইনে বা অফলাইনে কোনো শ্লাটশেমিংয়ের স্বীকার হচ্ছেন কি না?

চৌধুরি তাসনিম জাহান: আপাতত না।

৬. ঢাকাভয়েস২৪: এবারের চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের আশঙ্কার জায়গা দেখছেন কি না?

চৌধুরি তাসনিম জাহান: বড়ো বড়ো সংগঠনগুলোর ঢাকার প্রতিনিধিরা চবিতে এসেছে। এটা আমার কাছে আশঙ্কাজনক।

৭. ঢাকাভয়েস২৪: আপনাদের শক্তির জায়গা কোনগুলো আর দুর্বলতার জায়গা কোনগুলো?

চৌধুরি তাসনিম জাহান: আমাদের শক্তির জায়গা হলো আমরা আপোশহীন। আমাদের দুর্বলতার জায়গা হলো, আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। একটি আনফেয়ার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে মনে করি।

৮. ঢাকাভয়েস২৪: আপনি ও আপনাদের প্যানেলের প্রার্থীরা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী?

চৌধুরি তাসনিম জাহান: যদি ঠিকঠাক ভোটকাস্ট হয় তাহলে আমরা আশাবাদী।

৯. ঢাকাভয়েস২৪: আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

চৌধুরি তাসনিম জাহান: আপনাকেও ধন্যবাদ।

ট্যাগস :

জাতীয় সংসদ নির্বাচনের আগেই নতুন আমির পাচ্ছে জামায়াত

চাকসু নির্বাচনের সাক্ষাৎকার-২:

শিক্ষার্থীদের স্বার্থে এক টেবিলে বসে রাজনীতি করতে চাই: সাক্ষাৎকারে তাসনিম

আপডেট সময় ০৯:৫৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি পদে অংশ নিচ্ছেন না কোনো নারী শিক্ষার্থী। তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ১ জন। বামপন্থী সমর্থিত শিক্ষার্থীদের সম্মিলিত প্যানেল স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) ও ছাত্র ফেডারেশনের ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ থেকে জিএস পদে লড়ছেন পদার্থবিজ্ঞান বিভাগের চৌধুরি তাসনিম জাহান শ্রাবণ। একই সাথে তিনি চবি রাষ্ট্রচিন্তা’র হেড ক্রিয়েশন। চাকসু নির্বাচনের নানা দিক নিয়ে আলাপ করেছেন ঢাকাভয়েস২৪ ডটকমের সঙ্গে। তার কথাগুলো শুনেছেন আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আব্দুল্লাহ আল নাঈম।

১. ঢাকাভয়েস২৪: মিস তাসনিম জাহান শ্রাবণ, ঢাকাভয়েস২৪.কমের পক্ষ থেকে আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি?

চৌধুরি তাসনিম জাহান: আলহামদুলিল্লাহ ভালো আছি।

২. ঢাকাভয়েস২৪: আপনিই একমাত্র নারী যিনি জিএস পদে প্রার্থী হয়েছেন। নির্বাচনি প্রচারে কেমন সাড়া পাচ্ছেন?

চৌধুরি তাসনিম জাহান: ভালোই সাড়া পাচ্ছি। যাদের কাছেই যাচ্ছি, সাহস দিচ্ছে।

৩. ঢাকাভয়েস২৪: আপনারা দুই সংগঠন মিলে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ নামে একটি নির্বাচনি জোট ঘোষণা করেছেন। এটার পেছনে কোনো চিন্তা বা কৌশল ছিল?

চৌধুরি তাসনিম জাহান: একটি প্যানেলের চিন্তাধারা কেমন তা তার শীর্ষ পদের দিকে তাকালেই বোঝা যায়। আমাদের ভিপি স্যাড-এর সঙ্গে যুক্ত, জিএস অরাজনৈতিক আর এজিএস ছাত্র ফেডারেশনের। আমরা মেসেজ দিতে চেয়েছি যে, আমরা সহাবস্থানের রাজনীতি চাই যেখানে ভিন্ন রাজনৈতিক চিন্তাধারার মানুষ হলেও শিক্ষার্থীদের স্বার্থে এক টেবিলে বসে কাজ করবে, যেখানে অরাজনৈতিক – রাজনৈতিক মানুষজন একসাথে পথ চলবে।

৪. ঢাকাভয়েস২৪: বামপন্থী রাজনীতিকরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সব সময় প্রতিবাদী ভূমিকায় থাকে। এই ভূমিকা ভোটের ক্ষেত্রে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে?

চৌধুরি তাসনিম জাহান: আমরা আশাবাদী।

৫. ঢাকাভয়েস২৪: প্রচারণায় কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন কি? অনলাইনে বা অফলাইনে কোনো শ্লাটশেমিংয়ের স্বীকার হচ্ছেন কি না?

চৌধুরি তাসনিম জাহান: আপাতত না।

৬. ঢাকাভয়েস২৪: এবারের চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের আশঙ্কার জায়গা দেখছেন কি না?

চৌধুরি তাসনিম জাহান: বড়ো বড়ো সংগঠনগুলোর ঢাকার প্রতিনিধিরা চবিতে এসেছে। এটা আমার কাছে আশঙ্কাজনক।

৭. ঢাকাভয়েস২৪: আপনাদের শক্তির জায়গা কোনগুলো আর দুর্বলতার জায়গা কোনগুলো?

চৌধুরি তাসনিম জাহান: আমাদের শক্তির জায়গা হলো আমরা আপোশহীন। আমাদের দুর্বলতার জায়গা হলো, আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। একটি আনফেয়ার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে মনে করি।

৮. ঢাকাভয়েস২৪: আপনি ও আপনাদের প্যানেলের প্রার্থীরা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী?

চৌধুরি তাসনিম জাহান: যদি ঠিকঠাক ভোটকাস্ট হয় তাহলে আমরা আশাবাদী।

৯. ঢাকাভয়েস২৪: আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

চৌধুরি তাসনিম জাহান: আপনাকেও ধন্যবাদ।