বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) মুখপাত্র শরিফ ওসমান হাদি ও সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের যৌথ স্বাক্ষরে এ কমিটির খসড়া প্রকাশিত হয়।
ববি শাখার আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আতিক আব্দুল্লাহ এবং সদস্য সচিব হিসেবে ২০২০-২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ ইফতেখার রহমান।
৩১ সদস্যের এই কমিটিতে অন্যান্য পদে আছেন: যুগ্ম আহ্বায়ক মোঃ নিহাল খান রিফাত, যুগ্ম-সদস্য সচিব নাদিম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আবু উবাইদা, মিডিয়া সম্পাদক আব্দুল কাদের জীবন, পরিবেশ ও পর্যটন সম্পাদক মোহাম্মদ শিহাব, পাঠচক্র সম্পাদক মাহাদী হাসান রুহানী, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক পিয়াল হাসান তনয়, শিল্প ও সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও সদস্য হিসেবে আছেন: মঈন উদ্দীন, মোস্তফা শাহরিয়ার, মোঃ ইব্রাহিম মোল্লা, মো. মাইনুল ইসলাম, মো: আলিম রেজা, মোতালেব হোসেন সোহান, ফরহাদ হোসেন, মোঃ সাইফুল, মোঃ শাহীন, খালেদ হাসান, মো. মোস্তফা রহমান, নাজমুল ঢালী, মোঃ ইমন আলি, মো: রাকিবুল ইসলাম, মো: মোস্তাকিম, মোঃ সাদমান ফয়সাল, মোঃ মামুন মোড়ল, মোঃ নাজমুল হুদা জিম, সাব্বির আহমেদ জিসান, মোঃ রাজিব, শরিফুল ইসলাম।
নতুন কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য
সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, “ভারতীয় আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসনের ফলে বিগত মুক্তির লড়াইয়ের ফল ভোগ করতে পারেনি জনগণ। এখনো ‘২৪-কে বিপ্লবের রূপ না দেওয়ার যে হীন প্রচেষ্টা চলছে, সেটা রুখে দিয়ে নতুন সাংস্কৃতিক আন্দোলন ও বাংলাদেশপন্থী চেতনা গড়ে তুলে ‘২৪-এর অমোঘ বাণী—সাম্য, ন্যায়, অধিকারকে দেশের ঘরে ঘরে পৌঁছে দিয়ে দেশে বৈপ্লবিক পরিবর্তন এনে ‘২৪-কে বিপ্লব হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এই যাত্রায় আল্লাহ সহায় হোন আমাদের সকলের।”
আহ্বায়ক আতিক আব্দুল্লাহ বলেন, “ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে নামে অন্যান্য সংগঠনের মতো ইনকিলাব মঞ্চ একটি সংগঠন, যেটার প্রেরণা ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ২০২৪-এর মুক্তির লড়াই। মুক্তির বিমূর্ত ধারণাকে বাস্তবিক রূপ দিয়ে দেশের আনাচে-কানাচে ন্যায়-বিপ্লব, স্বাধীনতা ও অধিকার পৌঁছে দেওয়ার এক বড় দায়িত্ব নিয়েছে ইনকিলাব মঞ্চ, বরিশাল বিশ্ববিদ্যালয়। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আমরা কেন্দ্র বিন্দুতে রাখতে চাই, আর আমাদের এই কঠিন ও দীর্ঘ লড়াইয়ে দেশবাসীর দোয়া ও সহযোগিতা কাম্য।”
এর আগে ৮ আগস্ট “নতুন বাংলাদেশ প্রশ্নে মীমাংসার সিলসিলা” শিরোনামের এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনা সভায় অংশ নেন মুখপাত্র শরিফ ওসমান হাদি ও সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।##