দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী পৌরসভা ৭নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক নিহত জেলের পরিবারকে ব্যাটারিচালিত অটোরিকশা উপহার প্রদান করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টায় আলী হোসাইন জামে মসজিদের মাঠে এই উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাগরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে নিহত ব্যক্তির পরিবারকে বাঁশখালী পৌরসভা ৭ নং ওয়ার্ড শাখার প্রবাসী ও ব্যবসায়ীদের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত (চট্টগ্রাম-১৬) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাইল এবং বাঁশখালী পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা আবু তাহের। এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলামসহ উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, “দেশে জনগণের কল্যাণে জামায়াত বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে। জামায়াতে ইসলামী একটি আত্মনির্ভরশীল সমাজ গঠনে বদ্ধপরিকর, যেখানে অসহায় প্রতিটি মানুষ নিজেদের প্রচেষ্টায় স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবে।” তিনি আরও বলেন, এর ফলে ব্যক্তির আয় বৃদ্ধি পাবে, পরিবার সাবলম্বী হবে এবং তারা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এই লক্ষ্যেই জামায়াত আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসহায় মানুষের আয় বৃদ্ধিতে অব্যাহতভাবে সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানান তিনি।