ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পানি সংকটে জর্জরিত শিক্ষার্থীদের পাশে কবি নজরুল কলেজ ছাত্রশিবির

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। কলেজের একমাত্র শহীদ শামসুল আলম ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভোগা শিক্ষার্থীদের জন্য শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়।

দীর্ঘদিন ধরে ছাত্রাবাসের শিক্ষার্থীরা বিশুদ্ধ পানির অভাবে নানা সমস্যায় পড়ছিলেন। আগের ছোট্ট একটি ফিল্টার দিয়ে পুরো আবাসিক শিক্ষার্থীদের চাহিদা পূরণ সম্ভব হচ্ছিল না। মাত্র কয়েকজন ব্যবহার করার পরই সেটি অকার্যকর হয়ে যেত। ফলে বেশিরভাগ শিক্ষার্থীকে বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হতো। এতে শুধু সময় নষ্ট হতো না, বরং পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছিল।

ফিল্টার স্থাপনের পর শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম বলেন, “আমাদের ছোট্ট একটা ফিল্টার থাকলেও তা প্রায় সব সময় নষ্ট থাকত। ফলে বিশুদ্ধ পানি পেতে ভীষণ কষ্ট হতো। শিবিরের এই মহৎ কাজকে আমরা সাধুবাদ জানাই।” আরেক শিক্ষার্থী মো. শাহিন আলম বলেন, “ঢাকা শহরে বিশুদ্ধ পানির অভাব সবচেয়ে বড় সমস্যা। আমরাও তার শিকার হয়েছি। ৫ আগস্টের পর থেকে বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হয়েছে। ছাত্রশিবিরের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এখন থেকে আমাদের ভোগান্তি অনেকটাই কমে যাবে।”

ফিল্টার স্থাপনের সময় ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রকল্যাণ সম্পাদক বায়জিদ মাহমুদ এবং কবি নজরুল সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসান বলেন, “দীর্ঘদিন ধরে শহীদ শামসুল আলম হলে সুপেয় পানির অভাব ছিল। শিক্ষার্থীরা এ কারণে বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তাদের কথা চিন্তা করেই আমরা এই ফিল্টার স্থাপনের উদ্যোগ নেই। এতে শিক্ষার্থীরা খুশি হয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। আমরা বিশ্বাস করি, ছোট এই উদ্যোগও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কাজেই বিশ্বাসী। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ তৈরি করা। সামনে ক্যাম্পাস খোলার পর আমরা শিক্ষার্থীদের কল্যাণে আরও কিছু প্রকল্প বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রকল্যাণ সম্পাদক বায়জিদ মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ করাই ইসলামী ছাত্রশিবিরের অন্যতম মূলনীতি। শহীদ শামসুল আলম ছাত্রাবাসের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছিলেন। এ অবস্থার পরিবর্তন আনতেই আমরা এ ফিল্টার স্থাপন করেছি। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

শিক্ষার্থীরা মনে করছেন, রাজনৈতিক সংগঠনগুলো যদি এরকম কল্যাণমূলক কাজে একসঙ্গে অংশ নেয়, তবে ছাত্রাবাস ও ক্যাম্পাসের নানা সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ গঠনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

ট্যাগস :

জামায়াত সুসংগঠিত দল, তবে ভোটের মাঠে তাদের জয় সম্ভব নয়

পানি সংকটে জর্জরিত শিক্ষার্থীদের পাশে কবি নজরুল কলেজ ছাত্রশিবির

আপডেট সময় ০৬:২৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। কলেজের একমাত্র শহীদ শামসুল আলম ছাত্রাবাসে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভোগা শিক্ষার্থীদের জন্য শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হয়।

দীর্ঘদিন ধরে ছাত্রাবাসের শিক্ষার্থীরা বিশুদ্ধ পানির অভাবে নানা সমস্যায় পড়ছিলেন। আগের ছোট্ট একটি ফিল্টার দিয়ে পুরো আবাসিক শিক্ষার্থীদের চাহিদা পূরণ সম্ভব হচ্ছিল না। মাত্র কয়েকজন ব্যবহার করার পরই সেটি অকার্যকর হয়ে যেত। ফলে বেশিরভাগ শিক্ষার্থীকে বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হতো। এতে শুধু সময় নষ্ট হতো না, বরং পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ছিল।

ফিল্টার স্থাপনের পর শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম বলেন, “আমাদের ছোট্ট একটা ফিল্টার থাকলেও তা প্রায় সব সময় নষ্ট থাকত। ফলে বিশুদ্ধ পানি পেতে ভীষণ কষ্ট হতো। শিবিরের এই মহৎ কাজকে আমরা সাধুবাদ জানাই।” আরেক শিক্ষার্থী মো. শাহিন আলম বলেন, “ঢাকা শহরে বিশুদ্ধ পানির অভাব সবচেয়ে বড় সমস্যা। আমরাও তার শিকার হয়েছি। ৫ আগস্টের পর থেকে বাইরে থেকে পানি এনে ব্যবহার করতে হয়েছে। ছাত্রশিবিরের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এখন থেকে আমাদের ভোগান্তি অনেকটাই কমে যাবে।”

ফিল্টার স্থাপনের সময় ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রকল্যাণ সম্পাদক বায়জিদ মাহমুদ এবং কবি নজরুল সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাসিব বিন হাসান বলেন, “দীর্ঘদিন ধরে শহীদ শামসুল আলম হলে সুপেয় পানির অভাব ছিল। শিক্ষার্থীরা এ কারণে বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। তাদের কথা চিন্তা করেই আমরা এই ফিল্টার স্থাপনের উদ্যোগ নেই। এতে শিক্ষার্থীরা খুশি হয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। আমরা বিশ্বাস করি, ছোট এই উদ্যোগও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কাজেই বিশ্বাসী। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ তৈরি করা। সামনে ক্যাম্পাস খোলার পর আমরা শিক্ষার্থীদের কল্যাণে আরও কিছু প্রকল্প বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।”

ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রকল্যাণ সম্পাদক বায়জিদ মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ করাই ইসলামী ছাত্রশিবিরের অন্যতম মূলনীতি। শহীদ শামসুল আলম ছাত্রাবাসের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছিলেন। এ অবস্থার পরিবর্তন আনতেই আমরা এ ফিল্টার স্থাপন করেছি। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে শিক্ষার্থীরা সুস্থভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

শিক্ষার্থীরা মনে করছেন, রাজনৈতিক সংগঠনগুলো যদি এরকম কল্যাণমূলক কাজে একসঙ্গে অংশ নেয়, তবে ছাত্রাবাস ও ক্যাম্পাসের নানা সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। তারা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ গঠনে নতুন দিগন্ত উন্মোচন করবে।