ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চ্যানেল 24’র ক্যামেরাপার্সনসহ দুই সংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রীনসিটি পার্কে প্রবেশ নিয়ে তর্কের জেরে তিন দফায় ছাত্রদল নেতাদের হামলায় চ্যানেল 24’র ক্যামেরাপার্সনসহ দুই সংবাদকর্মী আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

হামলায় চ্যানেল 24’র ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার (পাপ্পু) মাথা ফেটে রক্তাক্ত হন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসানও আহত হন।

আহত সাংবাদিক সুমন হাসান বলেন, দুপুরে বেলস পার্ক সংলগ্ন এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর একটি অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান তিনি। তখন তার কন্যা ক্লাব সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। কন্যাকে নিয়ে গ্রীন সিটি পার্কে প্রবেশের সময় বাধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। তখন পার্কের ভেতর বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছিল, তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দিবে না বলে জানায়। এক পর্যায়ে ছাত্রদল নেতার সহযোগীরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে।

তিনি আরও বলেন, তখন তার কন্যা চিৎকার দিলে চ্যানেল 24’র ক্যামেরাপার্সন পাপ্পু ছুটে এসে নিজের পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তারা দু’জনকে মারধর শুরু করেন। তাদের মারধরে পড়ে গিয়ে পাপ্পুর মাথা ফেটে যায়। নিজেদের রক্ষায় ক্লাবে গিয়ে অন্য সহকর্মীদের ডেকে আনেন। তখন তৃতীয় দফায় ছাত্রদল মহানগরের সহ-সভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে হামলা করে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা আসার পূর্বেই ছাত্রদল নেতারা পালিয়ে যায়।

ট্যাগস :

‘রাজনৈতিক দলগুলো সফরে যুক্ত থাকায় বাংলাদেশের ঐক্য প্রকাশ পেয়েছে’

চ্যানেল 24’র ক্যামেরাপার্সনসহ দুই সংবাদিকের ওপর ছাত্রদলের হামলা

আপডেট সময় ১০:৩২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বরিশাল নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রীনসিটি পার্কে প্রবেশ নিয়ে তর্কের জেরে তিন দফায় ছাত্রদল নেতাদের হামলায় চ্যানেল 24’র ক্যামেরাপার্সনসহ দুই সংবাদকর্মী আহত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

হামলায় চ্যানেল 24’র ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার (পাপ্পু) মাথা ফেটে রক্তাক্ত হন। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসানও আহত হন।

আহত সাংবাদিক সুমন হাসান বলেন, দুপুরে বেলস পার্ক সংলগ্ন এলাকার মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর একটি অনুষ্ঠানে অংশ নিতে পরিবার নিয়ে যান তিনি। তখন তার কন্যা ক্লাব সংলগ্ন গ্রীন সিটি পার্কে যাওয়ার বায়না ধরে। কন্যাকে নিয়ে গ্রীন সিটি পার্কে প্রবেশের সময় বাধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। তখন পার্কের ভেতর বেল্লাল গাজীর সন্তানরা খেলাধুলা করছিল, তাই সেখানে আর কাউকে সে প্রবেশ করতে দিবে না বলে জানায়। এক পর্যায়ে ছাত্রদল নেতার সহযোগীরা এসে মব সৃষ্টি করে তাকে ঘিরে ফেলে।

তিনি আরও বলেন, তখন তার কন্যা চিৎকার দিলে চ্যানেল 24’র ক্যামেরাপার্সন পাপ্পু ছুটে এসে নিজের পরিচয় দিলে ছাত্রদল নেতাসহ সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তারা দু’জনকে মারধর শুরু করেন। তাদের মারধরে পড়ে গিয়ে পাপ্পুর মাথা ফেটে যায়। নিজেদের রক্ষায় ক্লাবে গিয়ে অন্য সহকর্মীদের ডেকে আনেন। তখন তৃতীয় দফায় ছাত্রদল মহানগরের সহ-সভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ বেশ কয়েকজন এসে হামলা করে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা আসার পূর্বেই ছাত্রদল নেতারা পালিয়ে যায়।