ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে, অতএব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে: জামায়াত নেতা এড. মাহফুজুল হক Logo হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল:নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, দাবি নেতাদের Logo রোমাঞ্চের ম্যাচ: ২০৩ রানের পেছনে ছুটে শ্রীলঙ্কার লড়াই, শেষে সুপার ওভারে হার Logo শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে আমীরে জামায়াতের শুভেচ্ছা Logo বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের Logo মারা গেলেন সাতক্ষীরায় গণঅভ্যুত্থানে কারাবরণকারী ছাত্রদল নেতা সাজিদ Logo মুন্সিগঞ্জে প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, রাগে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী Logo গকসু নির্বাচন: ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি Logo ‘পিআর ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিক মহলেও হবে প্রশ্নবিদ্ধ’ Logo জুলাই সনদের ভিত্তিতে ছাড়া কোনো নির্বাচন হবে না: অধ্যাপক আবুল হাশেম

৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে, অতএব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে: জামায়াত নেতা এড. মাহফুজুল হক

“দেশের ৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। এটি জনগণের শক্তিশালী ইচ্ছার প্রতিফলন। তাই যে কোনো মূল্যে নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে ছাড়া গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য হতে পারে না” বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ হাতিয়া সংসদীয় আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হক, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবির পক্ষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

সমাবেশটি শুরু হয় উপজেলা শহর জামে মসজিদের সামনে থেকে। সেখানে মাস্টার বোরহানুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলাম। এছাড়া উপজেলা নায়েবে আমীর একেএম ইদ্রিস, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলাম ও উপজেলা সেক্রেটারি নূর উদ্দিন মেশকাতসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাই সনদ কার্যকর না করে কোনো প্রকার প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে হলে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। ৫ দফা দাবি পূরণ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

জামায়াত নেতারা জানান, বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে যে তারা নির্বাচনে অংশ নিতে চায় না। তবে তারা ইতিমধ্যেই হাতিয়া সহ দেশের ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং নির্বাচনের জন্য সংগঠন সবসময় প্রস্তুত।

এডভোকেট মাহফুজুল হক আরও বলেন, “সরাসরি ভোটের প্রথা এক ধরনের প্রহসন রূপ নিতে পারে, যেখানে রাজনৈতিক দলের অর্থ ও শক্তি প্রধান ভূমিকা রাখে। পিআর পদ্ধতি নির্বাচনী প্রতিযোগিতাকে সুষ্ঠু ও সমতামূলক করে তোলে। এতে সকল শ্রেণি, লিঙ্গ ও সম্প্রদায়ের মানুষ নির্বাচনে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে। নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।”

সমাবেশে হাতিয়ার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে, অতএব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে: জামায়াত নেতা এড. মাহফুজুল হক

৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে, অতএব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে: জামায়াত নেতা এড. মাহফুজুল হক

আপডেট সময় ০২:১১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

“দেশের ৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। এটি জনগণের শক্তিশালী ইচ্ছার প্রতিফলন। তাই যে কোনো মূল্যে নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে ছাড়া গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য হতে পারে না” বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ হাতিয়া সংসদীয় আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট শাহ মাহফুজুল হক, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নোয়াখালীর হাতিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবির পক্ষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

সমাবেশটি শুরু হয় উপজেলা শহর জামে মসজিদের সামনে থেকে। সেখানে মাস্টার বোরহানুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলাম। এছাড়া উপজেলা নায়েবে আমীর একেএম ইদ্রিস, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলাম ও উপজেলা সেক্রেটারি নূর উদ্দিন মেশকাতসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাই সনদ কার্যকর না করে কোনো প্রকার প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে হলে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। ৫ দফা দাবি পূরণ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

জামায়াত নেতারা জানান, বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো হচ্ছে যে তারা নির্বাচনে অংশ নিতে চায় না। তবে তারা ইতিমধ্যেই হাতিয়া সহ দেশের ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং নির্বাচনের জন্য সংগঠন সবসময় প্রস্তুত।

এডভোকেট মাহফুজুল হক আরও বলেন, “সরাসরি ভোটের প্রথা এক ধরনের প্রহসন রূপ নিতে পারে, যেখানে রাজনৈতিক দলের অর্থ ও শক্তি প্রধান ভূমিকা রাখে। পিআর পদ্ধতি নির্বাচনী প্রতিযোগিতাকে সুষ্ঠু ও সমতামূলক করে তোলে। এতে সকল শ্রেণি, লিঙ্গ ও সম্প্রদায়ের মানুষ নির্বাচনে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে। নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।”

সমাবেশে হাতিয়ার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।