ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে, অতএব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে: জামায়াত নেতা এড. মাহফুজুল হক Logo হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল:নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, দাবি নেতাদের Logo রোমাঞ্চের ম্যাচ: ২০৩ রানের পেছনে ছুটে শ্রীলঙ্কার লড়াই, শেষে সুপার ওভারে হার Logo শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে আমীরে জামায়াতের শুভেচ্ছা Logo বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় বাবা-ছেলেসহ প্রাণ গেল ৩ জনের Logo মারা গেলেন সাতক্ষীরায় গণঅভ্যুত্থানে কারাবরণকারী ছাত্রদল নেতা সাজিদ Logo মুন্সিগঞ্জে প্রেমিকের সাথে পালিয়েছে স্ত্রী, রাগে হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী Logo গকসু নির্বাচন: ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি Logo ‘পিআর ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না, আন্তর্জাতিক মহলেও হবে প্রশ্নবিদ্ধ’ Logo জুলাই সনদের ভিত্তিতে ছাড়া কোনো নির্বাচন হবে না: অধ্যাপক আবুল হাশেম

হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল:নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, দাবি নেতাদের

সারা দেশের মতো নোয়াখালীর হাতিয়াতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবির পক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া উপজেলা শহর জামে মসজিদের সামনে থেকে উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন হাতিয়া সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শাহ মাহফুজুল হক। এছাড়া উপজেলা নায়েবে আমীর একেএম ইদ্রিস, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলাম, সেক্রেটারি নূর উদ্দিন মেশকাতসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “জুলাই সনদ কার্যকর না করে কোনো প্রকার প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে হলে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।” তারা আরও উল্লেখ করেন, “৫ দফা দাবি পূরণ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
জামায়াত নেতারা অভিযোগ করেন, বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে যে তারা নির্বাচনে অংশ নিতে চায় না। কিন্তু ইতোমধ্যে হাতিয়া সহ দেশের ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। তারা জানান, নির্বাচনের জন্য সংগঠন সবসময় প্রস্তুত।
সমাবেশকে ঘিরে হাতিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক যোগ দেন।

ট্যাগস :

৭০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে, অতএব নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে: জামায়াত নেতা এড. মাহফুজুল হক

হাতিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল:নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, দাবি নেতাদের

আপডেট সময় ০১:১৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

সারা দেশের মতো নোয়াখালীর হাতিয়াতেও বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবির পক্ষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়া উপজেলা শহর জামে মসজিদের সামনে থেকে উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন হাতিয়া সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী শাহ মাহফুজুল হক। এছাড়া উপজেলা নায়েবে আমীর একেএম ইদ্রিস, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলাম, সেক্রেটারি নূর উদ্দিন মেশকাতসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “জুলাই সনদ কার্যকর না করে কোনো প্রকার প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে হলে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে।” তারা আরও উল্লেখ করেন, “৫ দফা দাবি পূরণ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত না করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”
জামায়াত নেতারা অভিযোগ করেন, বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে যে তারা নির্বাচনে অংশ নিতে চায় না। কিন্তু ইতোমধ্যে হাতিয়া সহ দেশের ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। তারা জানান, নির্বাচনের জন্য সংগঠন সবসময় প্রস্তুত।
সমাবেশকে ঘিরে হাতিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক যোগ দেন।