সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে ব্যাক ফুটে রয়েছে লঙ্কানরা। ফাইনালেরে পথে টিকে থাকতে হলে পাকিস্তানকে হারাতেই হবে এই সমীকরণ নিয়ে মাঠে নেমেছে তারা। তবে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি লঙ্কান ব্যাটাররা, পাকিস্তানের দাপুটে বোলিংয়ের বিপরীতে ১৩৩ রান তুলতে পরেছে তারা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ইনিংসের দ্বিতীয় বলেই ডাক আউট হলে ফেরেন কুশল মেন্ডিস। ইনিংস বড় করতে পারেননি পাথুম নিশাঙ্কাও। ৭ বলে ৮ রান করে আউট হন কিনি।
তিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি কুশল প্যারেরা। ১২ বলে ১৫ রান করে হারিসের প্রথম শিকার হন তিনি। তবে লড়াই করার চেষ্টা করেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। কিন্তু ১৯ বলে ২০ রান করে ক্যাচ আউট হন তিনি।
পরের বলেই সাজঘরে ফেরেন বাংলাদেশের বিপক্ষে আলো ছড়ানো দাসুন শানাকা। এরপর ১৩ বলে ১৫ রান করে হাসারাঙ্গা আউট হলে ৮২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন কামিন্দু মেন্ডিস। ৪৩ বলে ফিফটি তুলে নেন তিনি।
তার দায়িত্বশীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। কিন্তু ফিফটি পূরণের পরের বলেই লেগ বিফোরে কাটা পড়েন তিনি। শেষ পর্যন্ত চামিকা কারুণারত্নের ২১ বলের ১৭ রানে ভর করে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানে লড়াকু পুঁজি পায় শ্রীলঙ্কা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। এ ছাড়াও হুসাইন তালাত-হারিস রাউফ দুটি এবং আবরার আহমেদ নেন এক উইকেট।